ভৌত রসায়ন ১ সাজেশন নাম্বার ৩: আজকের সেশনে আলোচনা করা হলো ভোত রসায়ন ১ নিয়ে অনার্স প্রথম বর্ষ রসায়ন বিভাগের শিক্ষার্থীদের জন্য ভালো একটি সাজেশন তুলে ধরলাম। এর আগে ২ টি সাজেশন দেওয়া হলো এই বিষয়ের উপর। এই ব্লগটি শুধু মাত্র ক বিভাগের প্রশ্নের জন্য। সাথে উত্তর দেওয়া হলো এবং নিচে পিডিএফ দেওয়া থাকবে ডাউনলোড করে অফলাইনেও প্রেকটিস করতে পারবেন। আপনাদের সুবিধার্থের জন্য এই সাজেশন দেওয়া হয়েছে। প্রতিটি পরীক্ষার জন্য প্রতিটা বিষয়ের উপর আলাদা করে সাজেশন তৈরি করা হচ্ছে। রসায়ন বিভাগের শিক্ষার্থীরা সব কিছু পড়ার পরও একটি শর্ট ও গুরুত্বপূর্ণ সাজেশন চাই। যা আমি আজ তুলে ধরার চেষ্টা করলাম। আশা করি আপনারা পড়ে উপকৃত হবেন। এটি ব্যতিক্রম সাজেশন কে ফলো করে করা হলো। অনার্স শ্রেণীর জন্য সকল বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
ভৌত রসায়ন ১ সাজেশন নাম্বার ৩:
ক বিভাগ প্রশ্ন ও উত্তর
১. শক্তির সমবিভাজন নীতি লিখ। (জা.বি. ২০১১, ২০১৭/ অথবা, শক্তির সমবণ্টন নীতি কি?
উত্তর: শক্তির সমবণ্টন একটি তাপগতীয় ধারণা যা বলে, একটি তাপগতীয় সাম্যাবস্থায় সিস্টেমের মোট শক্তি তার কণাগুলির মধ্যে সমানভাবে বণ্টিত হয়।
২. প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ লিখ।
উত্তর : প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ হলো k = 2.303 loga a t [জা.বি. ২০১০, ২০১২] যেখানে a = বিক্রিয়কের প্রাথমিক ঘণমাত্রা এবং x = : সময় পর উৎপাদের ঘনমাত্রা।
৩. সক্রিয়ন শক্তি কী? [জা.বি. ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৮]
উত্তর : কোন বিক্রিয়ায় পারস্পরিক আণবিক সংঘর্ষ দ্বারা বা অন্য কোন উপায়ে বিক্রিয়কের একটি অংশ বিক্রিয়কের গড়শক্তি অপেক্ষা যে পরিমাণ অধিক শক্তি লাভ করে বিক্রিয়ায় অংশগ্রহণের উপযুক্ততা অর্জন করে, তাকে ঐ বিক্রিয়ার সক্রিয়ন শক্তি বলে।
৪. ২য় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের একক ব্যাখ্যা।
। [জা.বি. ২০১২, ২০১৫, ২০১৯]
উত্তর: দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ 1 হলো: K = – X ta(a-x) ; যেখানে = a বিক্রিয়কের প্রাথমিক ঘনমাত্রা এবং x = : সময় পর উৎপাদের ঘনমাত্রা। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের (k) একক হল ঘনমাত্রা-১ সময়-১ যদি ঘনমাত্রার একক মোল/লিটার এবং সময়ের একক সেকেন্ড হয় তাহলে k এর একক হবে লিটার মোল-১ সেকেন্ড-১(Lmol’s¹)
৫. এনট্রপি কী? [জা.বি. ২০১২, ২০১৪, ২০১৮, ২০২০]
উত্তর : এনট্রপি হলো একটি তাপগতীয় রাশি যা কোন সিস্টেমের উপাদানসমূহের বিশৃঙ্খলার পরিমাণ নির্দেশক।
৬. তাপগতির সিস্টেম কি? [জা.বি. ২০১৫, ২০১৯]
অথবা, সিস্টেম বা ধারা কাকে বলে?
উত্তর : তাপগতীয় পরীক্ষার জন্য জড় জগতের যে অংশটুকু গ্রহণ করা হয় এবং যা কোন বাস্তব বা কাল্পনিক বেস্টনী দ্বারা জড়জগতের অন্যান্য অংশ থেকে পৃথক থাকে তাকে সিস্টেম বা ধারা বলে।
৭. এনথালপি কাকে বলে? [জা.বি. ২০১১, ২০১৩]
উত্তর : এনথালপি (H) হলো একটি তাপগতীয় পরিমাপক যা কোনো সিস্টেমের মোট তাপ শক্তি নির্দেশ করে। এটি একটি সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি (U) এবং সিস্টেমের ভলিউম ও চাপের উপর কাজ করা শক্তি ( PV) এর সমষ্টি।
গাণিতিকভাবে:
H = U + PV
এনথালপি পরিবর্তন (∆H) দ্বারা রাসায়নিক বিক্রিয়া বা প্রক্রিয়ায় শোষিত বা নিঃসৃত তাপ নির্দেশ করা হয়।
এবং
ΔΗ > 0: বিক্রিয়া তাপ শোষণ করছে (এন্ডোথার্মিক)।
ΔΗ < 0: বিক্রিয়া তাপ নির্গত করছে (এক্সোথার্মিক)।
৮. দ্রবণ এনথালপি কি? [জা.বি. ২০১৫]
অথবা, দ্রবণ তাপ বা এনথালপি কী?
উত্তর: কোন নির্দিষ্ট তাপমাত্রায় এক মোল পরিমাণ দ্রবকে যদি যথেষ্ঠ পরিমাণ দ্রাবকে দ্রবীভূত করে দ্রবণ প্রস্তুত করা হয় যাতে আরো অধিক পরিমাণ দ্রাবক যোগ করলেও দ্রবণের তাপীয় অবস্থার কোন পরিবর্তন না ঘটে, তাহলে সেই দ্রবণ প্রস্তুত করতে তাপের, যে পরিবর্তন হয়, তাকে ঐ দ্রবের দ্রবণ তাপ বা এনথালপি বলে।
৯. অন্তরিত সিস্টেম কী? [জা.বি. ২০১১, ২০০৯, ২০১৬.
উত্তর : যে সিস্টেম তার পরিবেশের সাথে শক্তি ও পদার্থ কোনটিই আদান-প্রদান করতে পারে না তাকে অন্তরিত বা স্বতন্ত্র সিস্টেম বলে। যেমন- অন্তরিত পাত্রে পানি ও বাষ্পের সহ অবস্থান।
ভৌত রসায়ন ১ সাজেশন নাম্বার ৩:
১০. হেনরীর সূত্রটি লিখ। [জা.বি. ২০১০]
উত্তর: হেনরীর সূত্রে: “স্থির তাপমাত্রায় কোন নির্দিষ্ট আয়তনের দ্রাবকে দ্রবীভূত গ্রামে প্রকাশিত গ্যাসের পরিমাণ গ্যাসের উপর প্রযুক্ত চাপের সমানুপাতিক।” গাণিতিকভাবে সূত্রেটিকে নিম্নরূপে প্রকাশ করা যায়। W x P এখানে, K = সমানুপাতিক ধ্রুবক, বা, W = KP; W = গ্রামে প্রকাশিত গ্যাসের ভর এবং P = গ্যাসের চাপ
১১. কলিগেটিভ ধর্ম বলতে কি বুঝ? অথবা, দ্রবণের কলিগেটিভ ধর্ম কাকে বলে?
[জা.বি. ২০১১, ২০১৫]
উত্তর : লঘু দ্রবণের যে’ সব ভৌত ও রাসায়নিক ধর্মাবলি কেবলমাত্র দ্রবণে উপস্থিত দ্রবের অণু বা কণা সংখ্যার উপর নির্ভর করে কিন্তু দ্রবের প্রকৃতি বা আণবিক গঠনের উপর নির্ভর করে না, তাদেরকে কলিগেটিভ ধর্ম বলে।
১২. সান্দ্রতা গুনাংকের CGS ও SI একক লিখ। (জা.বি. ২০১০)
উত্তর: সান্দ্রতা গুণাংকের CGS একক হলো ডাইন প্রতি বর্গ সেমি. সেকেন্ড বা পয়েজ এবং SI একক হলো কিলোগ্রাম প্রতিমিটার প্রতি সেকেন্ডে (Kgm’s”)
১৩. তরলের বাষ্পচাপ কি? ব্যাখ্যা কর। অথবা, বাষ্পচাপ কি? জ.বি. ২০১১, ২০১৫, ২০১৭, ২০১৯/
উত্তর: তরলের বাষ্পচাপ হলো একটি তরলের পৃষ্ঠ থেকে নির্গত বাষ্প দ্বারা সৃষ্ট চাপ। এটি সেই অবস্থায় তৈরি হয় যখন একটি তরল তার বদ্ধ পাত্রে স্থির অবস্থায় তরল-বাষ্প অবস্থার মধ্যে ভারসাম্য স্থাপন করে।
মূল বিষয়:
- বাষ্পচাপ একটি তরলের বিশেষ বৈশিষ্ট্য এবং এটি তরলের গঠন ও তাপমাত্রার উপর নির্ভর করে।
- তাপমাত্রা বাড়ার সাথে সাথে তরলের কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে বাষ্পচাপও বাড়ে।
১৪. 44 গ্রাম CO2 বা 32 গ্রাম O2 গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি লিখ। [জা.বি. ২০১০, ২০১৬]
উত্তর : 44 গ্রাম CO2 = 1 মোল CO2. n মোল গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি হলো (P+) (v-nb) = nRT সুতরাং 44 গ্রাম বা 1 মোল CO2 গ্যাসের জন্য ভ্যান্ডার
ওয়ালস সমীকরণটি হবে,
(P+)(v-b)=RT
অণুরূপভাবে, 32 গ্রাম O2 = 1 মোল 02
সুতরাং 32 গ্রাম বা 1 মোল O2 গ্যাসের জন্য ভ্যান্ডার ওয়ালস সমীকরণটি হলো (P+)(v-b)=RT.
১৫. n মোল গ্যাসের ক্ষেত্রে গতিশক্তি নির্ণয়ের সমীকরণটি লিখ। [জা.বি. ২০১০]
উত্তর: n মোল গ্যাসের গতিশক্তি নির্ণয়ের সমীকরণটি: n মোল গ্যাসের মোট গতিশক্তি =nRT।
১৬. মোলার গ্যাস ধ্রুবক কাকে বলে?
উত্তর : আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ PV = nRT এর অন্তর্গত ধ্রুবক কে মোলার গ্যাস ধ্রুবক বলা হয়। কারণ যে কোন তাপমাত্রা ও চাপে 1 মোল পরিমাণ সকল গ্যাসের ক্ষেত্রেই R এর মান নির্দিষ্ট এবং পরস্পর সমান।
১৭. সন্ধি চাপ কি? [জা.বি. ২০১০, ২০১৬/ ২০১৮
উত্তর: কোন গ্যাসকে তার সংকট তাপমাত্রায় রেখে সর্বনিম্ন যে চাপ প্রয়োগ করলে গ্যাসটি তরলে পরিণত হয় তাকে সে গ্যাসের সন্ধি চাপ বিলে। যেমন- CO₂ গ্যাসের সংকট চাপ হল 72.9atm.
১৮. সংকট আয়তন কাকে বলে?
উত্তর : সংকট তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের । মোল পরিমাণ যে আয়তন দখল করে তাকে সংকট আয়তন বলে। যেমন- CO₂ গ্যাসের সংকট আয়তন 95.65 মিলি।
১৯. ব্যাপন কাকে বলে?
উত্তর : উচ্চ ঘনত্বের স্থান থেকে নিম্ন ঘনত্বের স্থানে কোন কঠিন, তরল বা গ্যাসীয় বস্তুর স্বতঃস্ফূর্তভাবে ও সমভাবে পরিব্যাপ্ত হওয়ার প্রক্রিয়াকে ব্যাপন বলা হয়।
২০. অণুব্যাপন কী?
উত্তর : বাহ্যিক উচ্চ চাপের প্রভাবে পাত্রের সরু ছিদ্র পথ দিয়ে কোন গ্যাসের সজোরে একমুখী ভাবে বের হওয়ার প্রক্রিয়াকে নিঃসরণ বা অণুব্যাপন বলে।
এই গুরুত্বপূর্ণ ক বিভাগের প্রশ্ন ও উত্তর গুলো পিডিএফ পেতে ক্লিক করুন ANSWER SHEET এ। সাথে আপনার ডিপার্টমেন্টের সকল নতুন সাজেশন আপলোডের সাথে নোটিফিকেশন পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন টি অল করে রাখুন ধন্যবাদ।