(এরিনে) আপনাকে স্বাগতম সামষ্টিকে অর্থনীতি বলতে কি বুঝায়? সামষ্টিক অর্থনীতি মৌলিক ধারণা সামষ্টিক অর্থনীতি হলো সামগ্রিক দিক দিয়ে ভাবনা যা অর্থনৈতিক অবকাঠামো, কর্মদক্ষতা, বাজার পরিস্থিতি ইত্যাদি নিয়ে কাজ করে থাকে।
সামষ্টিক অর্থনীতি মৌলিক ধারণা
অর্থনীতির সামষ্টিক অর্থনীতির মূল উদ্দেশ্য কয়টি?
অর্থনীতির সামষ্টিক অর্থনীতির মূল কাজ তিনটি টপিক নিয়ে
১. জিডিপি বা গ্রোস ডমেস্টিক প্রডাক্ট
২. বেকারত্বের হার
৩. মুদ্রাস্ফীতি
এই তিনটি টপিক খুবি গুরুত্বপূর্ণ সকল অর্থনীতির শিক্ষার্থীদের জন্য।
পাশাপাশি যাদের এই বই আছে তাদের ও৷ আবার মনে হয় এটি সবার জানা দরকার।
১. জিডিপি বা গ্রোস ডমেস্টিক প্রডাক্ট কি?
উত্তর : একটি ভৌগোলিক অঞ্চলের বা দেশের অভ্যন্তরীণ উৎপাদন একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে ঐ দেশের ভেতরে উৎপাদিত পণ্য ও সেবার মোট বাজারমূল্যকে বোঝায়, যা দোশটির অর্থনীতির আকার নির্ধারণ করে। জিডিপি খুব গুরুত্বপূর্ণ একটি মাধ্যম যার দ্বারা দেশের সার্বিক অর্থনৈতিক অবকাঠামো জানা যায়।
২. বেকারত্বের হার কি?
উত্তর : একটা দেশের মানুষ যখন কর্ম বিরতি তে থাকে বা কোনো রকম কাজ না করে এটাই হলো বেকারত্ব।
এটি একটি দেশের জন্য ভালো না। যত বেশি বেকারত্বের হার বাড়বে তত ক্ষতি। এটি কমাতে হলে কর্ম সংস্থান পর্যাপ্ত থাকতে হবে। তার জন্য জিডিপি ভালো হতে হবে।
৩. মুদ্রাস্ফীতি কি?
উত্তর : মুদ্রাস্ফীতি হলো একটি দেশের বা অঞ্চলের পণ্যের দাম বৃদ্ধি পাওয়া একটা সময়ে। এটি দেশের মুদ্রার মান কমায়। মুদ্রাস্ফীতি বৃদ্ধি পেলে একটি পণ্য,পূর্বে যে অর্থ দিয়ে কিনা যেত তা দিয়ে ক্রয় করা যাবে না। এটি বৃদ্ধি পেলে আমরা ভাবি দেশের অর্থনৈতিক অবকাঠামো উন্নয়ন। মূলত এটা সব সময় হয় না।
এই তিনটিকে ঘিরেই সামষ্টিক অর্থনীতি আলোচনা করা হয়। একটি টপিক আরেকটার সাথে ওতোপ্রোতো জড়িত।
জিডিপির সাথে বেকারত্বের হার ও মুদ্রাস্ফীতি ওতোপ্রোতো ভাবে জড়িত। একটা দেশের জিডিপি বাড়লো মানে আপনার দেশের অবস্থা ভালো এটাই বাহ্যিক সত্যি। তবে জিডিপি ভালো বলেই ভালো দেখাই একটা দেশ।
যখন মুদ্রাস্ফীতি বাড়লে, জিডিপি ও বাড়বে। কিন্তু তার সাথে বেকারত্বের হার বেড়ে যায়। বেকারত্ব বাড়ে কারণ মানুষের তো দাম মাসে বেতন বাড়ে না যখন জিনিসের দাম বাড়ে।
বাংলাদেশের সকল কিছু অর্থনীতির উপর ভিত্তি করে চলে।
বাংলাদেশ জিডিপি হিসাব করে কিভাবে?
দুইভাবে জিডিপি হিসাব করা হয়। তার মাঝে একটি হলো এক্সপেন্ডিচার এপ্রোচ আরেকটি হলো ইনকাম এপ্রোচ। বাংলাদেশ ফলো করে মূলত এক্সপেন্ডিচার এপ্রোচ।
বেকারত্বের একটি গুরুত্বপূর্ণ ধাপ হলো গোল্ডেন টাইম। যখন কোনো দেশে যুবক বয়সের এমপ্লয়ি বেশি তখন ওইদেশের ওই সময়টা কে বলা হয় গ্লোল্ডেন টাইম। কিন্তু আমাদের দেশ গোল্ডেন টাইম পার করলেও তার উপর্যুক্ত ফলাফল পাওয়া যাচ্ছে না। তার অনেক কারণ রয়েছে৷
মুদ্রাস্ফীতি
এই মুদ্রাস্ফীতি মূলত বেকারত্বের হারের পজিটিভ, আবার অনেকের মতামতে বিপরাতও । মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব হার বাড়ে আবার ফিলিপ কার্ভ অনুযায়ী কমে।
মুদ্রাস্ফীতির হার অনেক কিছুর সাথে জড়িত। এর প্রকারভেদ অনেক রয়েছে। মুদ্রাস্ফীতির অনেক কারণও রয়েছে। যেমন – চাহিদা সংক্রান্ত মুদ্রাস্ফীতি, ক্রয় সংক্রান্ত মুদ্রাস্ফীতি, নির্মাণ সংক্রান্ত মুদ্রাস্ফীতি, অনেক মুদ্রাস্ফীতি রয়েছে।
তিনটি বিষয় নিয়েই অর্থনীতির মূল কাজ শুরু। আমরা জানি এগুলো জানা আমাদের জরুরি। একটা দেশের সবকিছুর হার নির্ধারণ, জিডিপি হিসাব,বেকারত্বের প্রকৃত কারণ। কিসের ফলে কি বাড়ছে ও কমতেছে।
অর্থনীতির তিনটি টপিক নিয়ে বিস্তারিত আরেকটি সেশন দেওয়া হবে। যেখানে পৃথক ভাবে আলোচনা করা হবে ( জিডিপি, বেকারত্বের হার ও মুদ্রাস্ফীতি)।
আজকের সেশন টি খুব গুরুত্বপূর্ণ অনার্স দ্বিতীয় বর্ষের বিবিএ এর শিক্ষার্থীদের জন্য। আপনারা ২য় বর্ষে প্রমোশন হওয়ার সাথে সাথে এই সামষ্টিক অর্থনীতি নামে একটি বিষয় আসবে।
এটার সকল আলোচনা পাওয়ার জন্য এরিনের একাডেমিক সাইটে চোখ রাখুন।