মৌলিক অজৈব রসায়ন সাজেশন -২। [Fundamental of inorganic Chemistry] এর সাজেশন -১ দেওয়া আছে সাজেশন -১ এ। অনার্স প্রথম বর্ষ পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য আগের সাজেশন টি তে সংকিপ্ত প্রশ্নাবলী ও উত্তর দেওয়া হলো। আজকের সেশনে দেওয়া আছে সকল খ ও গ বিভাগের প্রশ্ন। যা সম্পূর্ণ নতুন সিলেবাসের আলোকে রচিত হল। ব্যাতীক্রম সাজেশন অনুযায়ী সকল সাজেশন তৈরি করা হয়ে থাকে। আপনাদের সুবিধার্থে সকল সাজেশনে পিডিএফ এড করা হয়েছে। অফলাইনে পড়ার জন্য পিডিএফ ডাউনলোড করে নিবেন সবাই। ৯৯% কমন পাওয়ার সম্ভাবনা আছে এই সাজেশনে। আপনারা সব কিছু পড়েন আগের টাও সাথে পড়ে নিবেন। না হয় এটার সাথে রিলেট করতে পারবেন না। অনার্সের সকল বিষয়ের উপর সাজেশন পেতে এখানে ক্লিক করুন। আজকের সেশন নিচে দেওয়া হলো। খ ও গ বিভাগের প্রশ্ন। সকল প্রশ্ন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বোর্ড প্রশ্ন।
মৌলিক অজৈব রসায়ন সাজেশন-২ খ ও গ বিভাগ প্রশ্ন
১. মৌলিক অজৈব রসায়ন বলতে কি বুঝায়? [ জা. বি. ২০১৩]
২. পোলারায়ন কি? কোয়ান্টাম সংখ্যা ব্যাখ্য কর। [ জা. বি. ২০১৫]
৩. আউফবাউ নীতি উদাহরণ সহ ব্যাখ্যা কর। [ জা. বি. ২০১১, ২০১৫]
৪. জিম্যান প্রভাব ব্যাখ্যা কর। [ জা. বি. ২০১৩]
৫. পরমাণুর গঠন সম্পর্কিত বোর মতবাদের স্বতঃসিদ্ধ গুলো উল্লেখ কর। [ জা. বি. ২০১৩]
৬. নিউক্লিয় বল কাকে বলে? এর বৈশিষ্ট্য লিখ। [ জা. বি. ২০১৩]
৭. অরবিট ও অরবিটালের মধ্যে পার্থক্য কি লিখ। [ জা. বি. ২০১৪,২০১৭]
৮. হুন্ডের নীতি উদাহরণ সহ ব্যাখ্যা কর। [ জা. বি. ২০১৭]
৯. ইলেক্ট্রনের তরঙ্গ কণা বিষয়ক দ্যা ব্রগলির সমীকরণটি প্রতিপাদন কর। [ জা. বি. ২০১০,২০১২,২০১৫,২০১৭]
১০. কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে একটি টিকা লিখ।
১১. পরমানবিক বর্ণালীর সূক্ষ্ম গঠনের কারণ ব্যাখ্য কর।
১২. পরমাণুতে একটি ইলেক্ট্রনকে বর্ণনা করার জন্য চারটি কোয়ান্টাম সংখ্যার তাৎপর্য উল্লেখ কর।
১৩. লিমান সিরিজের ১ম রেখার তরঙ্গ দৈর্ঘ্য হিসাব করে দেখাও। [ জা. বি. ২০১৬]
১৪. পরমাণুর চতুর্থ শক্তি স্থরে একটি পূর্ণ আবর্তনের জন্য একটি ইলেকট্রন কয়টি পূর্ণ তরঙ্গ সৃষ্টি করবে? [ জা. বি. ২০১৩,২০২০]
১৫. পর্যায় সারণি কর্ণ সম্পর্ক বলতে কি বুঝায়? [ জা. বি. ২০১৩]
১৬. তড়িৎ ঋণাত্মকতা ও ইলেকট্রন আসক্তির মধ্যে পার্থক্য লিখ।
১৭. পর্যায় ভিত্তিক ধর্ম কাকে বলে? ইলেক্ট্রন আসক্তি একটি পর্যায় ভিত্তিক ধর্ম, ব্যাখ্যা কর। [ জা. বি. ২০১৩]
১৮. আধুনিক পর্যায় সারণির উপকারিতা লিখ।
১৯. আধুনিক পর্যায় সারণির ত্রুটি গুলো উল্লেখ কর।
২০. পর্যায় সারণির হাইড্রোজেনের অবস্থান সম্পর্কে আলোচনা কর।
মৌলিক অজৈব রসায়ন সাজেশন গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF।
২১. পর্যায় সারণিতে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান নির্ণয় কর।
২২. আয়নীকরণ বিভব কি? পর্যায় সারণির একই শ্রেণি ও পর্যায়ে এটি কিভাবে পরিবর্তিত হয় আলোচনা কর।
২৩. তড়িৎ ঋণাত্মক কী? একই গ্রুপে ও একই পর্যায়ে এটি কিভাবে পরিবর্তিত হয়? আলোচনা কর।
২৪. নাইট্রোজেন অপেক্ষা অক্সিজেনের আয়নীকরণ শক্তি কম – ব্যাখ্য কর।
২৫. পোলারায়ন কি? ফাজানের নিয়ম ব্যাখ্য কর।
২৬. সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য আলোচনা কর। [ জা. বি. ২০১ ৫]
২৭. সাধারণ তাপমাত্রায় অ্যাসিটিক এসিড ডাইমার হিসেবে অবস্থান করে –ব্যাখ্য কর। [ জা. বি. ২০১৩]
২৮. MgCl₂ এর চেয়ে NaCl এর গলনাংক বেশি কেন? [ জা. বি. ২০১৯]
২৯. আয়নিক বন্ধন গঠনের শর্তসমূহ লিখ। [ জা. বি. ২০১৩]
৩০. কেলাস কি? কেলাস এর শ্রেণিবিভাগ আলোচনা কর। [ জা. বি. ২০১৭,২০১৫]
৩১. বরফের স্ফটিক গঠন ও ঘনত্ব বর্ণনা কর। [ জা. বি. ২০১৫]
৩২. আয়নিক যৌগের বৈশিষ্ট্য গুলো লিখ। [ জা. বি. ২০১৩]
৩৩. সংকিপ্ত টীকা লিখ
- ধাতব বন্ধন [ জা. বি. ২০১৫,২০১৮]
- নিউক্লিয়ার বন্ধন শক্তি [ জা. বি. ২০১৫,২০১৮]
- ডাইপোল মোমেন্ট [ জা. বি. ২০১৬]
- ফাজানের নিয়ম [ জা. বি. ২০১৭,২০১৯]
৩৪. যোজনী বন্ধন তত্ত্ব ও আনবিক অরবিটল তত্ত্বের মধ্যে পার্থক্য লিখ বা দেখাও। [ জা. বি. ২০১৭]
৩৫. অম্লের ক্ষারকত্ব ও ক্ষারকের অম্লত্ব বলতে কি বুঝায়? উদাহরণ সহ লিখ।
অথবা, অম্লের ক্ষারকত্ব ও ক্ষারকের অম্লত্ব বলতে কি বুঝ? [ জা. বি. ২০১৩]
৩৬. কঠিন ও কোমল অম্লক্ষারক বলতে কি বুঝ? উদাহরণ সহ লিখ।
৩৭. ইথিন অপেক্ষা ইথাইন অধিক শক্তিশালী অম্ল ব্যাখ্যা কর।
৩৮. নির্দেশক কি? আলোচনা কর। [ জা. বি. ২০১৩]
৩৯. সমআয়ন উদাহরণ সহ ব্যাখ্যা কর।
অথবা সমআয়ন প্রভাব কি? [ জা. বি. ২০১৩]
৪০. সংরক্ষণ কী? CO2 অনুর অর্বিটাল চিত্র সংকরণের সাহায্যে ব্যাখ্যা কর। [ জা. বি. ২০২০]
মৌলিক অজৈব রসায়ন সাজেশন -২। [Fundamental of inorganic Chemistry] এর সাজেশন
৪১. বাফার দ্রবণ কী? ক্ষারীয় বাফার দ্রবণের ক্রিয়া কৌশল বর্ণনা কর। [ জা. বি. ২০১১,২০১৫,২০১৮]
৪২. ফাজানের সূত্র সম্পর্কে একটি টীকা দাও. [ জা. বি. ২০১৪]
৪৩. জারণ ও বিজারণ একই সাথে ঘটে ইলেকট্রনীয় মতবাদের সাহায্যে ব্যাখ্যা কর।
৪৪. জারক ও বিজারক কি? উদাহরণ সহ ইলেকট্রনীয় মতবাদের সাহায্য আলোচনা কর। [ জা. বি. ২০১৫,২০২০]
৪৫. আয়োডোমিতি ও আয়ডোমিতিক কী? উদাহরণ সহ আলোচনা কর। [ জা. বি. ২০১৩,২০১৯]
৫৬. নন রিডক্স বিক্রিয়ার শ্রেণি বিভাগ আলোচনা কর। HSAB নীতিটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা কর। [ জা. বি. ২০১২,২০১৭]
৫৭. উদাহরণ সহ স্বজারণ – বিজারণ বিক্রিয়া আলোচনা কর। [ জা. বি. ২০১০, ২০১৫]
৫৮. হীরকের গঠন আলোচনা কর।
৫৯. সামঞ্জস্যকরণ ও অসামঞ্জস্যকরণ বিক্রিয়া আলোচনা কর।
৬০. উদাহরণ সহ জারণ সংখ্যা ও জারণ অবস্থা ব্যাখ্যা কর। [ জা. বি. ২০০৮]
৬১. ল্যাটিস শক্তি সম্পর্কে একটি টীকা দাও। জা. বি. ২০১৪]
৬২. অম্ল ক্ষারকের প্রোটনীয় মতবাদ দাও উদাহরণ সহ আলোচনা কর।
অথবা,অম্ল ক্ষারকের প্রোটনীয় মতবাদ ব্যাখ্যা কর।
জা. বি. ২০১৩,২০১৬,২০১৯]
৬৩. নিম্নলিখিত এসিডগুলোকে তীব্রতার উচ্চক্রমে অনুসারে সাজাও এবং ব্যাখ্যা কর।
(i) H2SO4, HNO3, H3PO4, HCIO4 -জা. বি. ২০০৫
(ii) HCIO4, HCIO₂, HCIO, HCIO3- জা. বি. ২০০৩
(iii) H2SO3, HNO2, ΗΝΟ3, H3BO3, KMnO4 [ জা। বি. ২০০০]
অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF।
আজকের আলোচনা টি তে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে যা পড়লে ৯৯% কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনার্স প্রথম বর্ষের রিপিট প্রশ্ন অনেক বেশি আসে। আমি এই ব্লগে সব কিছু রেখেছি বোর্ড থেকে বিশ্লেষণ করে। আপনারা পরীক্ষার কিছু দিন আগে থেকে এই সাজেশন টি চর্চা করলে আশা করি আপনার প্রথম বর্ষের ফলাফল অনেক ভালো আসবে যদি আয়ত্ত্বে রাখতে পারেন।
উপরে ৬৩ টি খ ও গ বিভাগের প্রশ্ন দেওয়া হলো সবগুলোই বোর্ড প্রশ্ন এবং রিপিট প্রশ্ন যা থেকে বিগত অনেক বছর প্রশ্ন এসেছে। গুরুত্বসহকারে এটি পড়বেন ভালো হবে।
উপরের সব গুলো প্রশ্ন কে অফলাইনে পড়ার জন্য পিডিএফ ফইল এড করা হয়েছে। Answer Sheet পেতে ক্লিক করুন পিডিএফ শীটে।
পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার জামেলা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ইনবক্স করুন।
এমন একাডেমিক সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। পোস্টেের সাথে সাথে আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের YouTube channel সর্ব প্রথম পেতে হলে এগুলো ফলো করুন। ধন্যবাদ।