Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-4: প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি ২০২৫ পরিক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্রের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর সাজেশন দেওয়া হয়েছে। পাঠ- ৪ সন্ধি থেকে ৬০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো : SSC ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
সন্ধি শব্দের অর্থ হলো মিলন অর্থাৎ দুটি ধনী একটি হয় যেমন মহা+ আকাশ = মহাকাশ উদাহরণে মহা- এর আ, ধনী এবং আকাশ – এর আ ধ্বনি মিলে একটি আ হয়েছে । কাছাকাছি থাকা দুটি ধ্বনির উচ্চারণ একত্রিত হয়ে যায় একেই বলে ব্যাকরণে সন্ধি।
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-4
১. সন্ধি শব্দের অর্থ কী?
ক. আত্মীয়তা
খ. চুক্তি
গ. মিলন
ঘ. সন্দেহ
উঃ মিলন
২. তৎসম শব্দের সন্ধি কত প্রকার?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উঃ ৩
৩. রবীন্দ্র এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রবী + ইন্দ্র
খ. রবী + ইন্দ্র
গ. রবি+ ইন্দ্র
ঘ. কোনোটি নয়
উঃ রবী + ইন্দ্র
৪. উচ্চারণের ধ্বনি বিচ্ছেদ কি হবে?
ক. উচ্চা+ রন
খ. উচ+ রন
গ. উৎ+ চয়ন
ঘ. উচ+ উচ্চারণ
উঃ উৎ+ চয়ন
৫. সন্ধি কোন নিয়ম না মানলে তাকে কি বলে ?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. নিপাতনে সিদ্ধ সন্ধি
গ. বিসর্গ সন্ধি
ঘ. স্বরসন্ধি
উঃ নিপাতনে সিদ্ধ সন্ধি
৬. সন্ধির নিয়ম অনুসারে অ+আ মিলে কী হয় ?
ক. মহাশয়
খ. জলাশয়
গ. নবান্ন
ঘ. কথামৃত
উঃ জলাশয়
৭. ষড়ানন এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ষড় + আনন
খ. ষট্ + অনন
গ. ষট্ + আনন
ঘ. ষড় + নন
উঃ ষট্ + আনন
৮. সন্ধিতে ধোনির কয় ধরনের মিলন হয়?
ক. চার
খ. পাঁচ
গ. ছয়
ঘ. সাত
উঃ চার
৯. বিসর্গের পরে চ/এ থাকলে বিসর্গের স্থান কোনটি হয়?
ক. শ
খ. স
গ. ষ
ঘ. হ
উঃ ষ
১০. অ/ আ ধোনির সঙ্গে বিসর্গ এবং পরে ক খ প ফ থাকলে বিসর্গ স্থলে কোনটি?
ক. শ
খ. স
গ. ষ
ঘ. রং
উঃ স
১১.নদ্যম্বু্র থেকে সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. নদী+ ম্বু
খ. নদ্য+ ম্বু
গ. নদ্য+অম্বু
ঘ. নদী+অম্বু
উঃ নদী+অম্বু
১২. বিদ্যালয় শব্দটি সন্ধি বিচ্ছেদ নিচের কোন সূত্রের প্রয়োগ ঘটে?
ক. আ+অ
খ. আ+আ
গ. অ+আ
ঘ. অ+অ
উঃ আ+আ
১৩. বাংলা শব্দের স্বরধ্বনি নিচের কোনটি?
ক. যথোচিত
খ. অতীত
গ. মিথ্যুক
ঘ. নবান্ন
উঃ মিথ্যুক
১৪. সন্ধির নিয়ম অং- কার কিংবা আ- কারের থাকলে উভয়ে মিলে কী হয় ?
ক. ও-কার
খ. ঔ-কার
গ. এ-কার
ঘ. ঈ-কার
উঃ এ-কার
১৫. প্রাতরাশ এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. প্রাতঃ+আশ
খ. প্রাতঃ+রাশ
গ. প্রাত+আশ
ঘ. প্রাত+রাশ
উঃ প্রাতঃ+আশ
১৬. তন্বী এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. তন্নী+ঈ
খ. তনু+ঈ
গ. তনু+ই
ঘ. তনূ+ঈ
উঃ তনু+ঈ
১৭. সংঘাত এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সু+ঘাত
খ.সং+ঘাত
গ.সম+ঘাত
ঘ.স+ঘাত
উঃ সম+ঘাত
১৮. অ+আ=আ- এই সূত্রের সন্ধি জাত কোনটি?
ক. মহাশয়
খ. জলাশয়
গ. কথামৃত
ঘ. নবান্ন
উঃ জলাশয়
১৯. নিচের কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ?
ক. পবন
খ. সজ্জন
গ. গাবাক্ষ
ঘ. পরিছন্দ
উঃ গাবাক্ষ
২০. কোনটি স্বরসন্ধির উদাহরণ?
ক. কাচা+করা=কাচকলা
খ. নাতি+বৌ=নাতবউ
গ. বদ্+জাত=বজ্জাত
ঘ. রূপা+আলি=রুপালি
উঃ রূপা+আলি=রুপালি
২১. প্রকৃত ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয় ?
ক. সমীভবন
খ. সরসঙ্গতি
গ. বিষ্ণীভবন
ঘ. আসামীকরণ
উঃ সমীভবন
২২. স্বাগত এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সুব+ আগত
খ. স্ব+ আগত
গ. স্ব+ গত
ঘ. সু+ আগত
উঃ সু+ আগত
২৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. মনোহর
খ. পরিষ্কার
গ. ষোড়শ/ একাদশ/গাবাক্ষ/পৌঢ়
ঘ. পুনরায়
উঃ ষোড়শ/ একাদশ/গাবাক্ষ/পৌঢ়
২৪. সদা+এব এর ঠিক সন্ধি কোনটি?
ক.সর্বত্র
খ. সর্বদা
গ. সবৈদ
ঘ. সদৈব
উঃ সদৈব
২৫. বিসর্গ সন্ধি কোন সন্ধির অংশ?
ক. স্বরসন্ধি
খ. নিপাতনের সিদ্ধ সন্ধ
গ. ব্যঞ্জনসন্ধ
ঘ. বাংলা সন্ধি
উঃ ব্যঞ্জনসন্ধ
২৬. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?
ক. একাদশ
খ. পুনরায়
গ. মনোহর
ঘ. পরিষ্কার
উঃ একাদশ
২৭. কোন বিশেষ নিয়মে সাধিত শক্তির উদাহরণ?
ক. সংশয়
খ. সংস্কার
গ. অতএব
ঘ. মনোহর
উঃ সংস্কার
২৮. ভাবুক শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. ভো+উক
খ. ডু+উক
গ. ভৌ+উক
ঘ. ভাব + উক
উঃ ভৌ+উক
২৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগের নিয়ম?
ক. বাংলা সন্ধি
খ. ব্যঞ্জনসন্ধি
গ. স্বর সন্ধি
ঘ. তৎসম সন্ধি
উঃ তৎসম সন্ধি
৩০. শিরঃ+ছেদ এর সঠিক সন্ধি কোনটি?
ক. শিরচ্ছেদ
খ. শিরঃছেদ
গ. শিরচ্ছেদ
ঘ. শিরঃশ্চেদ
উঃ শিরচ্ছেদ
৩১. সঞ্চয় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সং+চয়
খ. সম্+চয়
গ. সন্+ চয়
ঘ. সংঙ+চয়
উঃ সম্+চয়
৩২. রাজনীতি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. রাজ+নী
খ. রাগ+নী
গ. রাজন+গী
ঘ. রাজা+গি
উঃ রাজ+নী
৩৩. কোন নিয়ম অনুসারে সন্ধি হয় না?
ক. কুলটা
খ. গায়ক
গ. পশ্বাধম
ঘ. নদ্যম্বু
উঃ কুলটা
৩৪. জলাতঙ্ক শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. জল+ তঙ্ক
খ. জলা+আতঙ্ক
গ. জল+ আতঙ্ক
ঘ. জলা+তঙ্ক
উঃ জল+ আতঙ্ক
৩৫. দ্যুলোক এর সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?
ক. দ্যুল+লোক
খ. দুল+লোক
গ. দীব+লোক
ঘ. দিব+লোঅ
উঃ দিব+লোঅ
৩৬. উপরি+ উপরি এর সন্ধি-সাধিত শব্দ কোনটি?
ক. উপারি উপারি
খ. পুনরাপি
গ. উপার্যুপরি
ঘ. উপযুপরি
উঃ উপার্যুপরি
৩৭. মৈতৈক্য এর শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. মত+ এক
খ. মত+ঐক্য
গ. মতঃ+ এক
ঘ. মতঃ+ঐক্য
উঃ মত+ঐক্য
৩৮. শীতার্ত শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কী
ক. শীত+ঋত
খ. শীত+আর্ত
গ. শীত+ঋত
ঘ. নীতি+আর্ত
উঃ শীত+ঋত
৩৯. কোন প্রকারের সন্ধি মূলত বর্ণ সংযোগ নিয়ম?
ক. বাংলা সন্ধি
খ. ব্যঞ্জন সন্ধ
গ. স্বরসন্ধি
ঘ. তৎসম সন্ধ
উঃ তৎসম সন্ধ
৪০. কৃষ্টি এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. কৃশ্+তি
খ. কৃশ্+টি
গ. কৃষ্+তি
ঘ. কৃষ্+টি
উঃ কৃশ্+তি
৪১. গায়ক এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. গায়+ অক
খ. গৈ+অক
গ. গা +অক
ঘ. গা+ য়ক
উঃ গৈ+অক
৪২. ঈ+ঈ=উঃ এই নিয়মের সধিত শব্দ কোনটি ?
ক. সুব্+অন্ত
খ. সুপ্+অন্ত
গ. সুব্+অন্ত
ঘ. সু+অন্ত
উঃ সুপ্+অন্ত
৪৩. পরীক্ষা এর সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. পরি+ঈক্ষা
খ. পরী+ইক্ষা
গ. পরী+ঈক্ষা
ঘ. পরি+ইক্ষা
উঃ পরি+ঈক্ষা
৪৪. বিসর্গ সন্ধি কোন সন্ধির অংশ?
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধ
গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ. স্বরসন্ধি
উঃ নিপাতনে সিদ্ধ সন্ধি
৪৫. নাচ+ জামাই এর সঠিক সন্ধিরূপ কোনটি?
ক. নাতিজামাই
খ. নাত্জামাই
গ. নাত্নিজামাই
ঘ. নাজ্ জামাই
উঃ নাজ্ জামাই
৪৬. স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন কে কোন সন্ধি বলে?
ক. স্বরসন্ধি
খ. ব্যঞ্জন সন্ধি
গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ.বিসর্গ সন্ধি
উঃ নিপাতনে সিদ্ধ সন্ধি
৪৭. অ কার কিংবা আ কারের পর ই- কার ঈ কার থাকলে উভয়ে মিলে কী হবে ??
ক. ঈ- কার
খ. উ- কার
গ. ও- কার
ঘ. এ- কার
উঃ এ- কার
৪৮. মূখচ্ছবি সন্ধির কোন নিয়মে পড়ে?
ক. স্বরধ্বনি+ ব্যঞ্জনধ্বনি
খ. ব্যঞ্জনধ্বনি+ বিসর্গ ধ্বনি
গ. স্বরধ্বনি+ ব্যঞ্জনধ্বনি
ঘ. ব্যঞ্জনধ্বনি+ব্যঞ্জনধ্বনি
উঃ স্বরধ্বনি+ ব্যঞ্জনধ্বনি
৪৯. দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. দিগ+অন্ত
খ. দিক+অন্ত
গ. দিক্+ অন্ত
ঘ. দিগ্+অন্ত
উঃ দিক্+ অন্ত
৫০. তৎসম সন্ধি কত প্রকার?
ক. দুই প্রকার
খ.তিন প্রকার
গ.চার প্রকার
ঘ. পাঁচ প্রকার
উঃ তিন প্রকার
৫১. সন্ধির প্রধান সুবিধা কী?
ক. পড়ার সুবিধা
খ. উচ্চারণের সুবিধা
গ. লেখার সুবিধা
ঘ. সোনার সুবিধা
উঃ উচ্চারণের সুবিধা
৫২. পূর্ণেন্দু কোন সন্ধি
ক. ব্যঞ্জন সন্ধি
খ. বিসর্গ সন্ধি
গ. নিপাতনে সিদ্ধ সন্ধি
ঘ. স্বরসন্ধি
উঃ স্বরসন্ধি
৫৩. কোনগুলো সন্ধির উদ্দেশ্য?
ক. ধনীগত মাদূর্য সম্সম্পাদন
খ. শব্দগত মাধুর্য সম্পাদন
গ. শব্দের মিলন
ঘ. বর্ণের মিলন
উঃ ধনীগত মাদূর্য সম্সম্পাদন
৫৪. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচনায় বিশেষ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্ব
খ. শব্দতত্ত্ব
গ. রূপতত্ত্ব
ঘ. বাক্যতত্ত্ব
উঃ ধ্বনিতত্ত্ব
৫৫. কোনটি স্বরসন্ধির উদাহরণ
ক. পুরস্কার
খ. অতীত
গ. সজন
ঘ. উদ্ধার
উঃ অতীত
৫৬. উচ্চারণ আয়াসের লাঘব হয় কিন্তু ধ্বনিমাধুর্য রক্ষিত হয় না কিসের বিধান নেই?
ক. প্রত্যায়ের
খ. সমাসের
গ. সন্ধির
ঘ. ণত্ব ও যত্ব বিধানের
উঃ সন্ধির
৫৭. কোনটি নিপাতের সিদ্ধ সন্ধির উদাহরণ??
ক. তৎকাল
খ. রাজ্ঞী
গ. ষষ্ঠ
ঘ. ষোড়শ/গবাক্ষ
উঃ ষোড়শ/গবাক্ষ
৫৮. তদবধি এর সন্ধি বিচ্ছেদ কোনটি??
ক. তত+ বধি
খ. তয়+বধি
গ. তত+ অবধি
ঘ. তৎ+ অবধি
উঃ তৎ+ অবধি
৫৯. ঔ+উ = আব উ-এই সূত্র প্রয়োগ সন্ধি হয়েছে নিচের কোনটি?
ক. কথা মৃত
খ. সদানন্দ
গ. প্রমাণিত
ঘ. দেবালয়
উঃ সদানন্দ
৬০. গোষ্পদ এর সন্ধি বিচ্ছেদ কী হবে?
ক. গো+পদ
খ. গোঃ+ পদ
গ. গৈ+পদ
ঘ. গৌ+পদ
উঃ গো+পদ
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-4:আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-4 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।