Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion: প্রিয় শিক্ষার্থীরা আজ আমরা আলোচনা করবো বাংলা ও বাংলা ব্যাকরণ নিয়ে। এস-এসসি ২০২৫ সালের সকল পরিক্ষার্থীদের জন্য পাঠ-২ বাংলা ও বাংলা ব্যাকরণ সাজেশন তৈরি করা হয়েছে।
ব্যাকারন নিভূলভাবে লেখা ,পড়া, কথা বলার পথ দেখায় ব্যাকারনের জ্ঞান ভাষার নৈপুণ্য লাভে সহায়ক করে। সঠিক ভাবে ব্যকারন না জানলে ভাষার আদশ থেকে বিচ্যুত হতে হবে। SSC ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। বাংলা ব্যাকরণের আলচ্য বিসয় হলো: প্রত্যেক ভাষার থেকে চারটি মৌলিক অংশ রয়েছে । এই মৌলিক ভাষা অস্তিত্বগুলো তৈরি হয় বিশুদ্ধ ভাষা থেকে ।
Sound- ধ্বনি
Word – শব্দ
Meaning – অর্থ
Sentence – বাক্য
Bangla 2nd Paper SSC 2025 সকল পরিক্ষার্থীদের জন্য নিচে গুরুত্বপূর্ণ বাংলা ও বাংলা ব্যাকরণ পাঠ নিয়ে ৩০ টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
আরো পড়ুন : Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion (PDF)-1
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion:
১. ব্যাকরন এসেছে কখন?
ক) ভাষা সৃষ্টির সঙ্গে
খ) ভাষা সৃষ্টির পড়ে
গ) সম্প্রতি
ঘ) ভাষার আগে
উঃ ভাষা সৃষ্টির পড়ে
২. ইংরেজি Grammar শব্দের বাংলা প্রতিশব্দ কী?
ক) পদবিন্যাস
খ) বাংলা ব্যাকরণ
গ) শব্দ শাস্ত্র
ঘ) ব্যাকারন
উঃ ব্যাকারন
৩. বচন, কারক,লিঙ্গ, সমাস ব্যাকরনের কোন অংশ বলা হয় ?
ক) রূপতত্ত্ব
খ) ধনীত্ব
গ) ভাষাতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উঃ রূপতত্ত্ব
৪. সন্ধি ব্যাকরণের কোন অংশের অন্তর্ভুক্ত?
ক) ধ্বনিতত্ত্বের
খ) শব্দ তত্ত্বের
গ) রূপতত্ত্বের
ঘ) বাক্যতত্ত্বের
উঃ ধ্বনিতত্ত্বের
৫. ভাষাকে সুশৃংখল রাখার জন্য কোনটি বেশি প্রয়োজন?
ক) কারক ও বিভক্তি
খ) বাক্য প্রকরন
গ) ধ্বনিতত্ব
ঘ) ব্যাকরন
উঃ ব্যাকরন
৬. ব্যাকরণ এর মূল ভিত্তি কী?
ক) ভাষা
খ) বাক্য
গ) ধ্বনি
ঘ) ভাব
উঃ ধ্বনি
৭. ব্যাকরণ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি?
ক) বিশেষ শৃঙ্খলা
খ) বিশেষ আলোচনা
গ) বিশেষ বিশ্লেষণ
ঘ) ভাষার নিয়ম প্রতিষ্ঠা
উঃ বিশেষ বিশ্লেষণ
৮. ব্যাকরনের নিয়ম-কানুন অনুসরণ করার মাধ্যমে ভাষার শুদ্ধ রুপ রক্ষা করা যায় ?
ক) ভাষার গঠনে
খ) ভাষা লিখনে
গ) ভাষা বলায়
ঘ) উপরের সবগুলো
উঃ উপরের সবগুলো
৯. ব্যাকরনের ধ্বনিতত্ব অংশে আলোচিত হয় কোন বিষয় গুলো?
ক) বনপ্রকরন
খ) উপসর্গ
গ) ণত্ব ও যত্ববিধান
উঃ ক ও গ
১০. ব্যাকরনের প্রদান কাজ কি ?
ক) ভাষার উন্নতি
খ) ভাষার নিয়ম-কানুন শৃঙ্খলা রক্ষা
গ) ভাষার রীতি নীতি প্রতিষ্ঠা
উঃ ভাষার নিয়ম-কানুন শৃঙ্খলা রক্ষা
১১. ব্যকরন কাকে অনুশীলন করে?
ক) ভাষাকে
খ) শব্দকে
গ) অর্থকে
ঘ) ধ্বনিকে
উঃ ভাষাকে
১২. ব্যাকরনের অর্থতত্বের আলোচ্যয় বিসয় কোনটি?
ক) শব্দের অর্থবিচার
খ) শব্দের নানাদিক
গ) বাক্যের অর্থবিচার
উঃ ক ও গ
১৩. পুরুষ ব্যাকরণের কোন অংশে বেশি আলোচিত হয় ?
ক) ভাষাতত্বে
খ) শব্দতত্ত্বে
গ) ধ্বনিতত্বে
ঘ) বাক্যতত্ত্বে
উঃ শব্দতত্ত্বে
১৪. ণত্ব, যত্ব, বিধান কোন তত্ত্বের আল্যোচ্য বিষয় ?
ক) রূপতত্ব
খ) শব্দতত্ত্ব
গ) ধ্বনিতত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উঃ ধ্বনিতত্ব
১৫. বাংলা ব্যাকরণের কোন অংশে বর্ণবিন্যাস আলোচিত হয়?
ক) রূপতত্ব
খ) বাক্যতত্ব
গ) ধ্বনিতত্ব
ঘ) অর্থতত্বে
উঃ ধ্বনিতত্ব
১৬. ব্যাকরন শব্দ কী?
ক) সংস্কৃত
খ) বাংলা
গ) ফারসি
ঘ) হিন্দি
উঃ সংস্কৃত
১৭. ব্যাকরণ কে বাসার কি বলা হয়
ক) উপাদান
খ) সংবিধান
গ) মেমরেন্ডার
ঘ) অভাবাভক
উঃ সংবিধান
১৮. ব্যাকরণের আলোচ্য বিষয় কয়টি
ক) ৪টি
খ) ৫ টি
গ) ৬ টি
ঘ) ৭টি
উঃ ৪টি
১৯.বিরাম চিহ্ন ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়?
ক) অর্থতত্ব
খ) ধ্বনিতত্ত্ব
গ) শব্দতত্ত্ব
ঘ) বাক্যতত্ত্ব
উঃ বাক্যতত্ত্ব
২০. কোন শতকের শেষ দিকে অনেক নব্য বৈয়াকরনের আবির্ভাব ঘটে?
ক) আঠারো শতক
খ) সতেরো শতক
গ) উনিশ শতক
ঘ) বিল শতক
উঃ উনিশ শতক
২১. বাঙ্গালীদের মধ্যে প্রথম বাংলা ভাষার ব্যকরন রচনা করেন কে ?
মুহাম্মদ শহীদুল্লাহ
রাজা রামমোহন রায়
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
সুনীতকুমার চট্টোপাধ্যায়
উঃ রাজা রামমোহন রায়
২২. মনোএল দ্যা আসসুম্পারসাও এর বাংলা ভাষার ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়?
১৭৪৩
১৭৪০
১৭৩৫
১৭৪৫
উঃ ১৭৪৩
২৩. পাণিনির দোষ দোষী কে ছিলেন?
পতঞ্জলি
কাত্যয়ন
ভর্তৃহরি
বিদ্যাসাগর
উঃ ভর্তৃহরি
২৪. রাজা রামমোহন রায়ের বাংলা ব্যাকরণের নাম কি?
বাঙ্গালা ব্যাকরণ
ব্যাকরণ কৌমুদী
গৌড়ীয় ব্যাকরণ
ভাব প্রকাশ ব্যাকরন
উঃ গৌড়ীয় ব্যাকরণ
২৫. গৌড়ীয় ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়?
১৮৩৭
১৮৩৫
১৮৩০
১৮৩৩
উঃ ১৮৩৩
২৬. সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়!
রুপতত্বে
বাক্যতত্ত্বে
শব্দতত্বে
ধ্বনিতত্বে
উঃ ধ্বনিতত্বে
২৭. বাংলা ভাষা ব্যাকরণ প্রথম রচনা কে করেছিলেন?
রাজা রামমোহন রায়
মনোএল দ্য আসুসম্পসাও
হ্যালহেড
মোঃ শহীদুল্লাহ
উঃ মনোএল দ্য আসুসম্পসাও
২৮. কারক ব্যাকরনের কোন অংশের আলোচ্য বিষয়?
রুপতত্বে
বাক্যতত্ত্বে
শব্দতত্বে
ধ্বনিতত্বে
উঃ রুপতত্বে
২৯. বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় .
ধ্বনিতত্বে
শব্দতত্বে
বাক্যতত্ত্বে
উপরের সবগুলো
উঃ উপরের সবগুলো
৩০. ইংরেজি ভাষায় রচিত হ্যালহেডের বাংলা ভাষার ব্যাকরণ কত সালে প্রকাশিত হয়?
১৭৭৮
১৭৮৮
১৭৮০
১৭৭৫
উঃ ১৭৭৮
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion :আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন এরিনে। ধন্যবাদ।