Chemistry (রসায়ন) সৃজনশীল সাজেশন ২০২৫ । HSC 2025 শিক্ষার্থীদের জন্য রসায়ন প্রথম পত্রের এই সাজেশন টি তৈরি করা হয়। বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে চর্চা করার জন্য দেওয়া হলো। প্রতি অধ্যায় থেকে একটি বা একাধিক সৃজনশীল দিয়েছি আপনাদের সুবিধার্থে। একাডেমিক সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইট ফলো করুন। এইচএসসি সকল বিষয়ের সাজেশন দেওয়া হয়েছে আমাদের ওয়েবসাইটে। বিজ্ঞান বিভাগ,ব্যবসায় শিক্ষা, ও মানবিকের সকল বিষয়। আজকের সৃজনশীল সহ সব কিছুর পিডিএফ পেতে প্রত্যেকটি পোস্টের নিচে পিডিএফ শীট লিখা রয়েছে এখনে ক্লিক করলেই পিডিএফ ডাউনলোড হয়ে যাবে। রসায়ন বিষয় টি নাম শুনলেই কেমন যেন কঠিন একটা মনোভাব তৈরি হয়। তাই এটি কে চর্চা করার মাধ্যমে সহজ করে তুলতে নিয়ে আসলাম একটি গুরুত্বপূর্ণ সাজেশন। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
Chemistry (রসায়ন) সৃজনশীল সাজেশন ২০২৫ সৃজনশীল প্রশ্ন
১. একটি গবেষণা গারে সোডিয়াম হাইড্রোক্সাইড ( NaOH) এবং হাইড্রোক্লোরিক এসিড ( HCL) এর মধ্যে একটি নিউট্রালাইজেশন বিক্রিয়া সম্পন্ন করা হয়। সম্পূর্ণ নিউট্রালাইজ করতে NaOH দ্রবণ প্রয়োজন।
ক। NaOH এবং HCl এর মধ্যে রাসায়নিক সমীকরণ টি লেখ।
খ। 25 mL 0.1 M HCl এর জন্য কত mL 0.1 M NaOH প্রয়োজন হবে তা গননা কর।
গ। বিক্রিয়ার শেষে উৎপন্ন দ্রবণের pH কত হবে?
ঘ। যদি HCl এর ঘনত্ব বাড়ানো হয়, তাহলে উৎপন্ন দ্রবণের বৈশিষ্ট্যে কী ধরনের পরিবর্তন ঘটলো? ব্যাখ্যা কর বা আলোচনা কর।
২. একটি ল্যাবে Fe এবং HCl এর বিক্রিয়ার FeCl2 এবং H2 গ্যাস উৎপন্ন হয়।
ক। Fe এবং HCl এর বিক্রিয়ার সমীকরণটি লিখ।
খ। 10 গ্রাম Fe কত লিটার H2 উৎপন্ন হবে তা নির্ণয় কর। Fe এর পরিবর্তে Mg ব্যবহার করলে কী পরিবর্তন হবে?
গ। Fe এর পরিবর্তে mg দিলে কী পরিবর্তন হবে?
ঘ। H2 গ্যাস সংগ্রহেরপদ্ধতি বর্ণনা কর।
৩. একটি পরীক্ষায় CH4 গ্যাস সম্পূর্ণ দহন করে CO2 এবং H2O উৎপন্ন করা হয়।
ক। CH4 এর দহনের রাসায়নিক সমীকরণটি লেখ।
খ। 16 gm CH4 এর দহন থেকে কত গ্রাম CO2 উৎপন্ন হবে নির্ণয় কর।
গ। এই বিক্রিয়ার শক্তি পরিবর্তন ব্যাখ্যা কর।
ঘ। CO2 এর পরিবেশ গত প্রভাব আলোচনা কর। বা বিশ্লেষণ কর।
৪. অক্সিজেন ও হাইড্রোজেনের বিক্রিয়ার পাণি তৈরি করুন।
ক। অক্সিজেন এবং হাইড্রোজেনের বিক্রিয়ায় রাসায়নিক সমীকরণ টি লিখ।
খ। 2 গ্রাম H2 এর সঙ্গে পর্যাপ্ত O2 প্রয়োগে কত গ্রাম H2O উৎপন্ন হবে তা ণিণয় কর।
গ। উক্ত বিক্রিয়ায় H2 এর ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ। H2 এর পরিবর্তে CH4 ব্যবহার করলে কী পরিবর্তন আসবে? বিশ্লেষণ কর।
Chemistry (রসায়ন) সৃজনশীল সাজেশন ২০২৫ পোস্টটির নিচের অংশে দেখতে পাবেন ANSWER SHEET একটি অপশন রয়েছে।
৫. সানজানা লাইব্রেরিতে গবেষণা করার জন্য দুটি পদ্ধতি বেচে নেয়। সে একটি দুটি রাসায়নিক পদার্থ কে বিশ্লেষণের জন্য পদ্ধতি -1 এ 60mg এবং পদ্ধতি -2 এ 6 mg ভর পরিমাপ করেছে। এরপর সে একটি তরল রাসায়নিক পদার্থ কে বিশ্লেষণের জন্য পদ্ধতি – 1 এ 1mL এবং পদ্ধতি – 2 এ. ০১ mL আয়তন কে পরিমাপ কে নেয়।
ক। আদ্র গ্যাস বলতে কি বুঝায়?
খ। গ্যাসের আয়তন পরিমাপে কি কি সাবধানতা অবলম্বন করতে হয়।
গ। উদ্দীপকের পদ্ধতি -২ এর সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ কর।
ঘ। পদ্ধতি -১ এবং পদ্ধতি -২ এর মধ্যে তুলনামূলক সম্পর্কোর অবস্থান তুলে ধর।
৬. রিতু ল্যাবে HCI & NaOH এর নিরপেক্ষ করণ বিক্রিয়া সম্পূর্ণ করতে হয়।
সে প্রথমে ০.১ m Na₂CO₃ এর প্রমাণ দ্রবণ তৈরি করে এবং ট্রাইটেশনের জন্য ১০ mL Na₂CO₃ পিপেট দিয়ে মেপে নেয়। এরপর বুলেট ব্যবহার করে HCZI যোগ করতে থাকে এবং শেষ পর্যন্ত মিথাইল অরেঞ্জের উপস্থিতি তে রঙের পরিবর্তনের মাধ্যমে ট্রাইটেশন সম্পন্ন করে।
ক। প্রমাণ দ্রবণ বলতে কি বুঝায়?
খ। টাইট্রেশনের সময় মিথাইল অরেঞ্জ কেন ব্যবহার করা হয়?
গ। উদ্দীপকে প্রদর্শিত গ্রাস সামগ্রীর ভূমিকা ব্যাখ্যা কর।
ঘ। টাইট্রেশন সম্পন্ন করার জন্য সানজানার আরও কী কী সরঞ্জাম প্রয়োজন হতে পারে? বিশ্লেষণ কর।
৭. সুমন একটি প্রাচীন পদ্ধতি তে আম সংরক্ষণের জন্য কাজ করছে। সে দেখল, আম সংরক্ষণ করার জন্য একটি বিশেষ তরল ব্যবহৃত হয়। যা চিনি,যা গুড়ের কাঁচামাল থেকে তৈরি হয়। এ তরলটি খাওয়ার উপযোগী এবং স্বাদে টক। গবেষণায় দেখা যায় এটি প্রাকৃতিক উপায়ে গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয়।
ক। গাঁজন প্রক্রিয়া কী?
খ। খাদ্য সংরক্ষণের জন্য টক জাতীয় তরলের ভূমিকা কী?
গ। ঊদ্দীপকে উল্লেখিত সংরক্ষণটি কিভাবে তৈরি করা হয়। ব্যাখ্যা কর।
ঘ। খাদ্য সংরক্ষণের জন্য এ ধরনের প্রাকৃতিক উপকরণের ব্যবহারের সুবিধা ও অসুবিধা বিশ্লেষণ কর।
৮. 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 2atm চাপে একটি ল্যাবে N₂ গ্যাসের বিয়োজন ঘটানো হয়। দেখা যায়, ১০% N₂ মোল N₂O₄ এ পরিণত হয়। আবার একই ল্যাবে ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এবং 5 atm চাপে N₂ এর ২০% বিয়োজন ঘটে।
ক। রাসায়নিক স্যাম্যাবস্থা কী?
খ। বিক্রিয়ার চাপ বৃদ্ধি করলে NO₂ এর বিয়োজন কীভাবে প্রভাবিত হয়?
গ। উদ্দীপকে প্রথম অবস্থায় NO₂ এবং N₂O₄ মোলে অনুপাত বের কর।
ঘ। তাপমাত্রা বৃদ্ধি করলে উদ্দীপকের সাম্যধ্রুবক Kp কীভাবে পরিবর্তন হবে? আলোচনা কর।
৯. পর্যায় সারণির তৃতীয় পর্যায়ের দুটি মৌল A এবং B। এদের যোজনী স্তরের বিন্যাস যথাক্রমে এবং । গবেষণায় দেখা যায় যে , A গ্যাসীয় অবস্থায় একটি ত্রিঅণু যৌগ তৈরি করে এবং B একটি ত্রিকোণাকার অণু তৈরি করে।
ক) ডি-ব্লকের মৌল গুলোর বৈশিষ্ট্য কী?
খ) Kp এবং Kc এর মানের মধ্যে পার্থক্য কী?
গ) A এবং B এর হাইড্রাইডের বন্ধন কোণের তুলনা করো।
ঘ) B এর হাইড্রাইড A এর হাইড্রাইডের তুলনায় বেশি এসিডিক কেন? বিশ্লেষণ কর।
ANSWER SHEET
Chemistry (রসায়ন) সৃজনশীল সাজেশন ২০২৫ উপরে ৯ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। সম্পূর্ন বই থেকে দেওয়া হয়েছে। সেশনটি তৈরি করা হয়েছে এইচএসসি পরীক্ষার্থীদের জন্য। অনুশীলনের ক্ষেত্রে অনেক বেশি কার্যকর হবে এই সাজেশন টি। বোর্ড প্রশ্ন ও বই থেকে বিশ্লেষণ করে তৈরি করা হয়েছে এটি। পিডিএফ শীট সহ দেওয়া হয়েছে। পোস্টটির নিচের অংশে দেখতে পাবেন ANSWER SHEET একটি অপশন রয়েছে। ওখানে ক্লিক করলে আপনি অফলাইনে পড়ার জন্য পিডিএফ পেয়ে যাবেন।
আপনি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আমাদের ওয়েবসাইটে বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। সংকিপ্ত সাজেশন পেতে চোখ রাখুন এরিনে। সকল একাডেমিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই ওয়েবসাইটে।
Chemistry (রসায়ন) সৃজনশীল সাজেশন ২০২৫ পেতে ওয়েবসাইটে ফলো করুন। সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।