মৌলিক অজৈব রসায়ন সাজেশন -১। [Fundamental of inorganic Chemistry] এর সাজেশন -১ অনার্স প্রথম বর্ষ পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হলো। সাজেশন -১ এ ক বিভাগের সংকিপ্ত প্রশ্নাবলী ও উত্তর দেওয়া আছে। সাথে অফলাইনে পড়ার জন্য সকল পোস্টে পিডিএফ এড করা হয়েছে। পদার্থ বিজ্ঞান বিভাগের সকল বিষয়ের সাজেশন দেওয়া আছে আমাদের ওয়েবসাইটে। সংকিপ্ত ও পটেনশিয়াল সাজেশন দেওয়া আছে সকল বিভাগের জন্য। মৌলিক অজৈব রসায়ন সাজেশন -১ এখানে প্রশ্নের সাথে উত্তরও দেওয়া থাকবে। আপনারা সকল প্রকার একাডেমিক বিষয় নিয়ে আলোচনা ও নির্দেশিকা পেতে চাইলে আমাদের ওয়েবসাইট ফলো রাখুন। অনার্সের সকল বিষয়ের উপর সাজেশন পেতে এখানে ক্লিক করুন। প্রতি বছরের প্রশ্ন বিশ্লেষণ করে এই সাজেশন গুলো তৈরি করা হয়। নিচে দেওয়া হলো সংকিপ্ত প্রশ্নাবলী ও উত্তর।
মৌলিক অজৈব রসায়ন সাজেশন-১ (ক) বিভাগ প্রশ্নও উত্তর
১.পরমাণুর মূল কনিকা কাকে বলে?
উত্তর : যে সকল অতি সূক্ষ্ম কণিকা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মূল কণিকা বলা হয়।
২. নিউক্লিয়াস কি? [ জা. বি. ২০১৪]
উত্তর : কোন পরমাণুর কেন্দ্রে বিদ্যমান ভারী ধনাত্মক চার্জযুক্ত স্থানকে নিউক্লিয়াস বলে।
৩. প্রোটনের ভর কত? [ জা. বি. ২০১০]
উত্তর ; প্রোটনের ভর একটি হাইড্রোজেন পরমাণু ভরের প্রায় সমান এবং প্রকৃত ভর 1.672 * 10-24 ।
৪. তেজস্ক্রিয়তা কাকে বলে? [ জা. বি. ২০১৫,২০১৭]
উত্তর : কোণ পরমাণুর নিউক্লিয়াসের স্বতঃস্ফূর্ত পরিবর্তন কে তেজস্ক্রিয়তা বলে।
৫. ক্যাডোথ রশ্মি কি? [ জা. বি. ২০১৪]
উত্তর : কোন পরমাণুতে বিদ্যমান ঋণাত্মক চার্জযুক্ত কণাকে ক্যাথোড রশ্মি বলে, যা অতি দ্রুত গতি সম্পন্ন।
৬. ম্যাজিক সংখ্যা কাকে বলে? [ জা. বি. ২০১৬]
উত্তর : কিছু বিশেষ নিউক্লিয়াস আছে যাদের মধ্যে ২, ৮, ২০, ৫০, ৮২ এবং ১২৬ সংখ্যক নিউট্রন বা প্রোটন বর্তমান, সেই নিউক্লিয়াস গুলি অতীব সুস্থিত হয়। এই কারণে ঐ সংখ্যা গুলোকে ম্যাজিক সংখ্যা বলে।
৭. আইসোটোপ কী? অথবা, আইসোটোপ কাকে বলে? [ জা. বি. ২০১১,২০১৫,২০১৮]
উত্তর : যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা ভিন্ন ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে।
৮. রাসায়নিক বন্ধন কি? [ জা. বি. ২০১৪]
উত্তর: রাসায়নিক বন্ধন হলো এক প্রকার আকর্ষণ বল,যা কোন অনুতে পরমাণু গুলোকে একই সাথে আবদ্ধ রাখে। অর্থাৎ যে আকর্ষণ শক্তি বা বল দ্বারা অনুতে পরমাণুর সহ পরস্পর আবদ্ধ অবস্থায় থাকে তাকে রাসায়নিক বন্ধন বলে।
৯. আয়নিক বন্ধন কাকে বলে? [ জা. বি. ২০০৬]
উত্তর : রাসায়নিক বিক্রিয়া দ্বারা অনু গঠন কালে ধাতুর পরমাণুর বহিঃ স্তর থেকে অধাতুর পরমাণুর বহিঃস্থরে মাধ্যমে সৃষ্ট ধনাত্মক ও ঋণাত্মক আয়নের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ দ্বারা যে বন্ধন গঠিত হয়, তাকে আয়নিক বন্ধন বলে।
১০. সিগমা বন্ধন কী? [ জা. বি. ২০১৮]
উত্তর : অনু গঠনের সময় দুটি পরমাণুর একই অক্ষে অবস্থিত দুটি অরবিটালের সামনাসামনি অধিক্রমনের কারণে যে বন্ধন সৃষ্টি হয়ে থাকে তাকে সিগমা বলে।
মৌলিক অজৈব রসায়ন সাজেশন -২। [Fundamental of inorganic Chemistry] এর সাজেশন
১১. VSEPR এর পূর্ণ রূপ কি? [ জা. বি. ২০১৪]
উত্তর : Valence Shell Electron Pair Repulsion.
১২. সংকর অরবিটাল কি? [ জা. বি. ২০২০]
উত্তর : কোন পরমাণুর যোজ্যতাস্তরের একাধিক ভিন্ন শক্তির অরবিটাল মিশ্রিত হয়ে সমশক্তির সমসংখ্যক জ্যামিতিক গঠন বিশিষ্ট নতুন অরবিটাল তৈরির প্রক্রিয়াকে হাইব্রিডাইজেশন বলে। এই হাইব্রিডাইজেশন বা সংকরায়ণ প্রক্রিয়া যে অরবিটাল সৃষ্টি হয় তাই সংকর বা হাইব্রিড অরবিটাল।
১৩. কনজুগেট এসিড কি? [ জা. বি. ২০১৪,২০১৭]
উত্তর : ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের উৎপত্তি ঘটে,তাকে ঐ ক্ষারকের কনজুগেট অম্ল বা এসিড বলে।
১৪. এসিড ও ক্ষারকের আধুনিক মতবাদ গুলো লিখ। [ জা. বি. ২০১০]
উত্তর : এসিড ও ক্ষারকের আধুনিক মতবাদ গুলো হল – আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড লাউরি মতবাদ এবং লুইসের মতবাদ।
১৫. প্রশমন বিক্রিয়া কি? [ জা. বি. ২০১৪,২০১৭]
উত্তর : যে অম্ল ও ক্ষারকের বিক্রিয়ার সাহায্যে লবণ ও পানি উৎপন্ন করা হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
১৬. অধঃক্ষেপণ বিক্রিয়া কি? [ জা. বি. ২০১২]
উত্তর : যে বিক্রিয়ার দুই বা ততোধিক পদার্থের স্বচ্ছ জলীয় দ্রবণের মিশ্রণের ফলে কোন নতুন অদ্রবণীয় কঠিন পদার্থ হয় তাকে অধঃক্ষেপণ বিক্রিয়া বলে।
১৭. জারন সংখ্যা কি? বা জারণ সংখ্যা কত? বা জারণ সংখ্যা কাকে বলে? [ জা. বি. ২০১৭,২০১১,২০১৫]
উত্তর : কোন যৌগ বা আয়ন সৃষ্টির সময় বিভিন্ন সময় বিভিন্ন পরমাণুর মধ্যে ইলেক্ট্রন আদান প্রদানের ফলে সংশ্লিষ্ট পরমানুতে সৃষ্ট ধনাত্মক বা ঋণাত্মক তড়িৎ চার্জের সংখ্যাকে ঐ মৌলের ব মূলকের জারণ সংখ্যা বলে।
১৮. তড়িৎ রাসায়নিক সারি কী? [ জা. বি. ২০১৮. ২০২০]
উত্তর : রাসায়নিক মৌলের তড়িৎ ঋণাত্মকার ক্রম বা মান অনুযায়ী যে সারি সৃষ্টি তাই তড়িৎ রাসায়নিক সারি।
১৯. মৌলিক অজৈব রসায়ন কাকে বলে?
উত্তর : মৌলিক অজৈব রসায়ন হল রসায়নের একটি শাখা যা কার্বন ব্যতীত অন্যান্য মৌল এবং যৌগ যেমন ধাতু, অধাতু,লবণ, অক্সাইড অ্যাসিড ও ক্ষার নিয়ে গবেষণা করা।
অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF।
২০. রেডক্স বিক্রিয়া বলতে কি বুঝায়? [ জা. বি. ২০১৪. ২০২০]
উত্তর : যে রাসায়নিক বিক্রিয়ার কেন পরমাণু বা মূলক বা আয়ন ইলেকট্রন বর্জন করলে সংশ্লিষ্ট পরমাণু বা মূলক বা আয়নের ধনাত্মক আধান বেড়ে যায়, তাকে জারণ বিক্রিয়া বলে। অন্যদিকে যে বিক্রিয়ায় কোন পরমাণু বা মূলক বা আয়নের ঋণাত্নক আধান বেড়ে যায়, তাকে বিজারণ বিক্রিয়া বলে এবং উক্ত জারণ ও বিজারণ বিক্রিয়াকে একত্রে রেডক্স বিক্রিয়া বলে।
২১. জারক পদার্থ কি? [ জা. বি. ২০১৮. ২০১৪]
উত্তর : যে সকল মৌল বা আয়ন বা মূলক বিক্রিয়ার সময় ইলেক্ট্রন গ্রহণ করে, তাদেরকে জারক পদার্থ বলে।
২২. আউফবাউ নীতি কি?
উত্তর : নিম্ন শক্তি স্তরের অধিক স্থিতিশীলতার কারণে পরমাণুতে ইলেকট্রন প্রথমে নিম্নশক্তির অরবিটালে প্রবেশ করে এবং ক্রমান্বয়ে উচ্চ শক্তিস্তরে অরবিটালে প্রবেশ করে। ইলেক্ট্রন দ্বারা এভাবে অরবিটাল পূর্ণ করার নীতিকে আউফবাউ নীতি বলে।
২৩. আয়নিক ব্যাসার্ধ কি? [ জা. বি. ২০১৮. ২০১৪]
উত্তর : কোন আয়নের নিউক্লিয়াস থেকে যতদূর পর্যন্ত তার ইলেকট্রন মেঘের উপর উক্ত নিউক্লিয়াসের প্রভাব বিদ্যমান সেই দূরত্ব কে আয়নিক ব্যাসার্ধ বলে।
আজকের আলোচনা টি তে গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হয়েছে যা পড়লে ৯৯% কমন পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। অনার্স প্রথম বর্ষের রিপিট প্রশ্ন অনেক বেশি আসে। আমি এই ব্লগে সব কিছু রেখেছি বোর্ড থেকে বিশ্লেষণ করে। আপনারা পরীক্ষার কিছু দিন আগে থেকে এই সাজেশন টি চর্চা করলে আশা করি আপনার প্রথম বর্ষের ফলাফল অনেক ভালো আসবে যদি আয়ত্ত্বে রাখতে পারেন।
উপরে ২৩ টি ক বিভাগের প্রশ্ন ও সাথে উত্তর দেওয়া হলো সবগুলোই বোর্ড প্রশ্ন এবং রিপিট প্রশ্ন যা থেকে বিগত অনেক বছর প্রশ্ন এসেছে। গুরুত্বসহকারে এটি পড়বেন ভালো হবে।
পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো প্রকার জামেলা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ইনবক্স করুন।
এমন একাডেমিক সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। পোস্টেের সাথে সাথে আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের YouTube channel সর্ব প্রথম পেতে হলে এগুলো ফলো করুন। ধন্যবাদ।