Bangla 2nd Paper SSC MCQ suggestion-17 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমারা বাংলা ২য় পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর সাজেশন দিয়েছি। আজকের সেশনে আলোচনা করা হবে ধব্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত এই পাঠ থেকে ২৫ MCQ সাজেশন দেওয়া হলো:ধব্বন্যাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত বাংলা ভাষার মূল উপকার বাক্য এবং বাক্যের মৌলিক উপাদান শব্দ। ধব্বন্যাত্মক শব্দ। কোনো কিছুর স্বভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিলিষ্ট শব্দের রূপকে ধ্বন্যত্মক শব্দ বলে। ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
- সাজেশন -১
- সাজেশন -২
- সাজেশন-৩
- সাজেশন-৪
- সাজেশন-৫
- সাজেশন- ৬
- সাজেশন- ৭
- সাজেশন- ৮
- সাজেশন- ৯
- সাজেশন-১০
- সাজেশন-১১
- সাজেশন-১২
- সাজেশন-১৩
- সাজেশন-১৪
- সাজেশন-১৫
- সাজেশন-১৬
Bangla 2nd Paper SSC MCQ suggestion-17
১। সর্বনামের দ্বিরুক্তি কোনটি?
ক সাদা সাদা
খ কালো কালো
গ কেউ কেউ
ঘ ভেউ ভেউ
উঃ কেউ কেউ
২। অনুকার শব্দের উদাহরণ নিচের কোনগুলো?
i) চো চো
ii) ঝকঝকে
iii শেষমেশ
নিচের কোনটি সঠিক উত্তর!!
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i,ii ও iii
উঃ ii ও iii
৩। (শেষমেশ) কোন ধরনের শব্দ
ক ধ্বন্যাত্মক
খ শব্দদ্বৈত
গ মৌলিক
ঘ অনুকার
উঃ অনুকার
৪। এক মাত্র ছেলেটি (বাবা মায়ের) (আশা ভরসার) স্থল দ্বিরুক্তিটি কীভাবে উদফারণ হলো–
ক সমার্থক শব্দযোগ
খ বিপরীত শব্দযোগ
গ একই শব্দ দুবার ব্যবহার করে
ঘ জোর জোর শব্দের পর অংশ পরিবর্তন করে
উঃ সমার্থক শব্দযোগ
৫। (কুট-কুক) ধ্বন্যাত্মক শব্দটি প্রকাশ করেছে–
ক ধ্বনির অনুভূতি
খ অনুভূতির কাল্পনিক অনুকৃতি
গ বস্তুর অনুভূতি
ঘ জীবজন্তুর অনুভূতি
উঃ অনুভূতির কাল্পনিক অনুকৃতি
৬। জোড় শব্দের পর অংশ আংশিক পরিবর্তন করে শব্দদ্বৈত গঠিত হয়েছে কোনটিতে?
ক সুখশান্তি
খ দেনা-পাওনা
গ ঢাকঢোল
ঘ চেয়েচিন্তে
উঃ চেয়েচিন্তে
৭। ছেলেটি চোখে চোখে রেখো– এখানে (চোখে চোখে) বলতে বোঝায়?
ক ভাবের প্রগাঢ়তা
খ কালের বিস্তার
গ সতর্কতা
ঘ অধিক্য
উঃ সতর্কতা
৮। একই শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠনের প্রক্রিয়াকে কি বলে?
ক দ্বিরুক্ত
খ বিভক্তি
গ অনুসর্গ
ঘ উপসর্গ
উঃদ্বিরুক্ত
৯। মানুষের ধ্বনীর অনুকৃতি কোনটি ?
i) ভেউ ভেউ
ii) গর গর
iii) হি হি
নিচের কোনটি সঠিক উত্তর!!
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i,ii ও iii
উঃ i ও iii
১০। কোন কিছুর স্বভাবিক বা কাল্পনিক অনুকৃতিবিশিষ্ট শব্দের রূপকে কী বলে ?
ক অনুকার শব্দ
খ ধ্বন্যত্মক শব্দ
গ বিপরীত শব্দ
ঘ শব্দদ্বৈত
উঃ ধ্বন্যত্মক শব্দ
১১। অনুকার শব্দ ধ্বন্যাত্মক শব্দেরই –
ক প্রতিরুপ
খ অনুরুপ
গ রকমভেদ
ঘ রকমফের মাত্র
উঃ রকমফের মাত্র
১২। অনুভূতির কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দ কোনটি?
ক গুনগুন
খ ছমছম
গ গর গর
ঘ জমজম
উঃ ছমছম
১৩। শোন শোন বায়ু বয় বাক্যটিতে সনসন ধিরুক্ত শব্দটি কিভাবে গঠিত হয়েছে?
ক সমর্থক শব্দযোগে
খ বিপরীত শব্দযোগে
গ জোর শব্দের পরিবর্তনে
ঘ অনুকার শব্দযোগে
উঃ অনুকার শব্দযোগে
১৪। যুগ্নরীতিতে গঠিত দ্বিরুক্তি শব্দ কোনগুলো ?
i) চুপচাপ
ii) হাতাহাতি
iii) তালাচাবি
নিচের কোনটি সঠিক উত্তর!!
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i,ii ও iii
উঃ i,ii ও iii
১৫। একই শব্দের সমর্থক প্রায় আর একটি শব্দ ব্যবহার করে নিজের কোন শব্দের দ্বিরুক্তি গঠন তৈরি করা হয়েছে??
ক আশা – ভরসা
খ আস্তে আস্তে
গ বস্তা বস্তা
ঘ বছর বছর
উঃ আশা – ভরসা
১৬। ভালো-মন্দ শব্দদৈত্যটি গঠিত হয়েছে কিভাবে?
ক অনুকার ধ্বনীযুগে
খ সমর্থক শব্দযোগে
গ বিপরীত শব্দযোগে
ঘ দুটি পদযোগে
উঃ বিপরীত শব্দযোগে
১৭। জীবজন্তুর ধ্বনির অনুসৃত কোনগুলো?
i) মিউ মিউ
ii) গরগর
iii) মড়মড়
নিচের কোনটি সঠিক উত্তর!!
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i,ii ও iii
উঃ i ও ii
১৮। দ্বিরুক্তযোগে গঠিত শব্দ হলো–
i) শীত শীত
ii) জ্বর জ্বর
iii) খাঁ খাঁ
উঃ খাঁ খাঁ
১৯। অনুভূতির কাল্পনিক অনুকৃতি হল কোনগুলি?
i) ঠাঠা
ii) ছয় ছম
iii) চো চো
নিচের কোনটি সঠিক উত্তর!!
ক i ও ii
খ i ও iii
গ ii ও iii
ঘ i,ii ও iii
উঃ i,ii ও iii
২০। অনুকার বাচক শব্দ কোনটি?
ক মারধর
খ জ্বর জ্বর
গ জড়সড়
ঘ চালচলন
উঃ জড়সড়
২১। গাছটা মরমর করে ভেঙ্গে পরল এখানে মর্মর কোন অনুভূতির ধ্বনাত্মক শব্দ?
ক অনুভূতির কাল্পনিক
খ বস্তুর ধ্বনির
গ জীবজন্তুর ধ্বনির
ঘ মানুষের ধ্বনির
উঃ বস্তুর ধ্বনির
২২। অনুভূতির কাল্পনিক অনুকৃতি কোনটি?
ক গুনগুন
খ কুহু কুহু
গ ঝিকিমিকি
ঘ মড়মড়
উঃ ঝিকিমিকি
২৩। মানুষের ধ্বনির অনুকৃতি কোনটি?
ক গুনগুন
খ ঘচঘচ
গ কুটকুট
ঘ কলকল
উঃ গুনগুন
২৪। ঠা ঠা রোদে ঘুরে বেড়িও না ধ্বনাত্মক শব্দটি কি প্রকাশ করেছে?
ক অনুভূতির কাল্পনিক অনুকৃতি
খ মানুষের ধ্বনির অনুকৃতি
গ বস্তুর ধ্বনির অনুকৃতি
ঘ জীবজন্তুর ধ্বনির অনুকৃতি
উঃ অনুভূতির কাল্পনিক অনুকৃতি
২৫। শেষ মেষ কোন ধরনের শব্দ?
ক ধ্বন্যাত্মক
খ অনুকার
গ শব্দদ্বৈত
ঘ মৌলিক
উঃ অনুকার ANSWER SHEET
Bangla 2nd Paper SSC MCQ Suggestion-16 : আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC MCQ Suggestion-16 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।