হিসাববিজ্ঞান প্রথম পত্র ৩য় অধ্যায়: হিসাববিজ্ঞানের ৩য় অধ্যায় আর্থিক লেনদেন সঠিকভাবে লিপিবদ্ধ করার প্রক্রিয়া, লেজার এবং জার্নাল প্রস্তুতির নিয়ম-কানুন, হিসাবের ত্রুটি চিহ্নিতকরণ ও সংশোধনের পদ্ধতি নিয়ে আলোচনা করে। এই অধ্যায়ের মাধ্যমে শিক্ষার্থীরা হিসাবের বেসিক ধারণা, ডেবিট-ক্রেডিট নিয়মাবলি এবং ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত করার কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করে। এর ফলে তারা চূড়ান্ত হিসাব তৈরি এবং ব্যবসার আর্থিক অবস্থা বিশ্লেষণে দক্ষতা অর্জন করতে পারে। ৩য় অধ্যায়টি হিসাববিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে লেনদেন লিপিবদ্ধকরণের প্রাথমিক ধাপ থেকে শুরু করে চূড়ান্ত ধাপ পর্যন্ত সব প্রক্রিয়া বিস্তারিতভাবে শেখানো হয়। এতে জার্নাল, লেজার, এবং ট্রায়াল ব্যালেন্সের মাধ্যমে হিসাবের শুদ্ধতা যাচাইয়ের নিয়ম শেখানো হয়। অন্যথায় ওয়েবসাইটে একাডেমিক সাইটে ক্লিক করে একাদশ দ্বাদশ শ্রেণিতে ক্লিক করুন । শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে হিসাবের ভুল সংশোধন, ব্যালেন্স শিট প্রস্তুতি এবং আয় ও ব্যয়ের হিসাবের ধারণা পায়, যা ব্যবসার আর্থিক অবস্থা বিশ্লেষণে কার্যকর। অধ্যায়ের ৩০টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর দেওয়া হলো:
হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর:
৩য় অধ্যায়: হিসাবের ধারণা ও প্রক্রিয়া
১. হিসাববিজ্ঞান কাকে বলে?
(ক) ব্যবসার আয় ও ব্যয়ের হিসাব
(খ) আর্থিক লেনদেন লিপিবদ্ধকরণ
(গ) ব্যয় ও দায় নিরূপণ
(ঘ) উপরের সবগুলোই
উত্তর: (ঘ)
২. জার্নাল কাকে বলে?
(ক) প্রথমিক লেজার
(খ) প্রথমিক হিসাবের বই
(গ) চূড়ান্ত হিসাব
(ঘ) সাধারণ লেজার
উত্তর: (খ)
৩. লেজারের আরেক নাম কী?
(ক) অ্যাকাউন্ট বুক
(খ) ডে বুক
(গ) কেশ বুক
(ঘ) ফাইনাল বুক
উত্তর: (ক)
৩. প্রত্যেকটি লেনদেন কতটি হিসাবে প্রভাব ফেলে?
(ক) ৩
(খ) ২
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: (খ)
৪. লেনদেন লিপিবদ্ধ করার প্রথম ধাপ কোনটি?
(ক) লেজার তৈরি
(খ) জার্নাল তৈরি
(গ) ট্রায়াল ব্যালেন্স প্রস্তুত
(ঘ) চূড়ান্ত হিসাব
উত্তর: (খ)
৫. লেজারে কি লেখা হয়?
(ক) লেনদেনের সারাংশ
(খ) লেনদেনের উৎস
(গ) ব্যবসার লক্ষ্য
(ঘ) আয়কর হিসাব
উত্তর: (ক)
৬. কোনটি ডেবিট করা হয়?
(ক) আয়
(খ) খরচ
(গ) দায়
(ঘ) মূলধন
উত্তর: (খ)
৭. কোনটি ক্রেডিট করা হয়?
(ক) খরচ
(খ) দায়
(গ) সম্পদ
(ঘ) ক্ষতি
উত্তর: (খ)
৮. ট্রায়াল ব্যালেন্সের উদ্দেশ্য কী?
(ক) আয় নির্ধারণ
(খ) ব্যয় নির্ধারণ
(গ) হিসাবের সঠিকতা যাচাই
(ঘ) মুনাফা বের করা
উত্তর: (গ)
৯. মূলধন অ্যাকাউন্ট কোন শ্রেণীতে পড়ে?
(ক) দায়
(খ) খরচ
(গ) আয়
(ঘ) সম্পদ
উত্তর: (ক)
লেজার এবং জার্নাল
১০. ক্রয় বইতে কী লিপিবদ্ধ করা হয়?
(ক) সমস্ত লেনদেন
(খ) নগদ লেনদেন
(গ) বাকি ক্রয়
(ঘ) নগদ ক্রয়
উত্তর: (গ)
১১. বিক্রয় বইতে কী থাকে?
(ক) বাকি বিক্রয়
(খ) নগদ বিক্রয়
(গ) সমস্ত বিক্রয়
(ঘ) কোনোটি নয়
উত্তর: (ক)
১২. প্রতিদিনের নগদ লেনদেন কোন বইতে লেখা হয়?
(ক) ক্রয় বই
(খ) বিক্রয় বই
(গ) ক্যাশ বুক
(ঘ) জার্নাল
উত্তর: (গ)
১৩. লেজারের কতটি পার্টি থাকে?
(ক) ৩
(খ) ২
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: (খ)
১৪. ডেবিটের বিপরীত কী?
(ক) দায়
(খ) ক্রেডিট
(গ) সম্পদ
(ঘ) মূলধন
উত্তর: (খ)
১৫.জার্নাল থেকে লেজারে পোস্টিং করার প্রক্রিয়া কী বলে?
(ক) সারণি প্রস্তুত
(খ) পাস বুক
(গ) পোস্টিং
(ঘ) ব্যালেন্সিং
উত্তর: (গ)
১৬. লেজারের কতটি অংশ থাকে?
(ক) ২
(খ) ৩
(গ) ৪
(ঘ) ৫
উত্তর: (খ)
১৭.কোনটি বাস্তব অ্যাকাউন্ট?
(ক) সম্পদ
(খ) দায়
(গ) আয়
(ঘ) মূলধন
উত্তর: (ক)
১৮. লেজারের একপাশে কী লেখা হয়?
(ক) শুধুমাত্র ক্রেডিট
(খ) শুধুমাত্র ডেবিট
(গ) ডেবিট এবং ক্রেডিট
(ঘ) মুনাফা
উত্তর: (গ)
২০. কোনটি জার্নালের উপাদান নয়?
(ক) ডেবিট অ্যামাউন্ট
(খ) বর্ণনা
(গ) তারিখ
(ঘ) ব্যালেন্স
উত্তর: (ঘ)
হিসাবের ভুল ও সংশোধন
২১. হিসাবের ভুল কোনটি?
(ক) সম্পূর্ণ ভুল
(খ) অর্ধেক ভুল
(গ) শর্তগত ভুল
(ঘ) উপরের সবগুলো
উত্তর: (ঘ)
২২.ট্রায়াল ব্যালেন্সে ভুল পাওয়া গেলে কী করা হয়?
(ক) ব্যালেন্স কারেকশন
(খ) রেক্টিফিকেশন
(গ) পোস্টিং সংশোধন
(ঘ) লেজার সংশোধন
উত্তর: (খ)
২৩. হিসাবের চূড়ান্ত ধাপ কোনটি?
(ক) লেজার
(খ) চূড়ান্ত হিসাব
(গ) জার্নাল
(ঘ) ক্যাশ বুক
উত্তর: (খ)
২৪. জার্নাল প্রোফর্মায় প্রথম কলামটি কীসের?
(ক) তারিখ
(খ) অ্যাকাউন্ট নাম
(গ) বর্ণনা
(ঘ) ডেবিট
উত্তর: (ক)
২৫. লেনদেন সংশোধনের প্রথম ধাপ কী?
(ক) ভুল চিহ্নিত করা
(খ) পোস্টিং
(গ) ডেবিট সংশোধন
(ঘ) ক্রেডিট সংশোধন
উত্তর: (ক)
২৬.আয় ও ব্যয়ের হিসাব কোনটি?
(ক) রেভিনিউ
(খ) বাস্তব অ্যাকাউন্ট
(গ) ব্যক্তিগত অ্যাকাউন্ট
(ঘ) আয় ও ক্ষতি হিসাব
উত্তর: (ঘ)
২৭. নগদ বইতে কী লেখা হয়?
(ক) বাকি লেনদেন
(খ) সকল নগদ লেনদেন
(গ) ক্রয় ও বিক্রয়
(ঘ) দায়
উত্তর: (খ)
২৮.কোনটি ফিক্সড অ্যাসেট নয়?
(ক) জমি
(খ) যন্ত্রপাতি
(গ) নগদ
(ঘ) ভবন
উত্তর: (গ)
২৯. ব্যালেন্স শিটে কোনটি দেখানো হয়?
(ক) দায় ও সম্পদ
(খ) আয় ও ক্ষতি
(গ) আয়কর
(ঘ) নগদ ব্যালেন্স
উত্তর: (ক)
৩০. মুনাফা কোন অ্যাকাউন্টে দেখানো হয়?
(ক) মূলধন
(খ) দায়
(গ) খরচ
(ঘ) সম্পদ
উত্তর: (ক)
উপরের বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর পিডিএফ পেতে ক্লিক করুন পিডিএফ শীটে। সাথে সকল প্রকার একাডেমিক বিষয় পেতে ওয়েবসাইটে চোখ রাখুন এবং সাথে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকন টি অল করে দিলে পোস্ট দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন। ধন্যবাদ।
হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ৩য় অধ্যায়: আজকের সেশন ছিল এইচএসসি শিক্ষার্থীদের জন্য। একাদশ দ্বাদশ শ্রেণিতে পড়েন যারা তাদের জন্যও এটি গুরুত্বপূর্ণ ব্লগ।হিসাববিজ্ঞান প্রথম পত্র MCQ ৩য় অধ্যায় প্রশ্ন ও উত্তর। ৩য় অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো এমসিকিউ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজে ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন এরিনে। ধন্যবাদ।