Bangla 2nd Paper SSC MCQ Suggestion-18 : আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC MCQ Suggestion-18 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যারা ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমারা বাংলা ২য় পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর সাজেশন দিয়েছি।আজকের সেশনে আলোচনা করা হবে: সংখ্যাবাচক শব্দ এ পাঠ থেকে ২৫ গুরুত্বপূর্ণ MCQ দেওয়া হলো । ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। সংখ্যাবাচক শব্দ কী :-সংখ্যা মানে গণনা বা গণন দ্বাথা লব্ধ ধারণা যার মধ্যে ব্যক্তি,বস্তু বা প্রনীর সংখ্যার ধারনা লাভ করা যায় তাকেই সংখ্যাবাচক শব্দ বলা হয়।
- সাজেশন -১
- সাজেশন -২
- সাজেশন-৩
- সাজেশন-৪
- সাজেশন-৫
- সাজেশন- ৬
- সাজেশন- ৭
- সাজেশন- ৮
- সাজেশন- ৯
- সাজেশন-১০
- সাজেশন-১১
- সাজেশন-১২
- সাজেশন-১৩
- সাজেশন-১৪
- সাজেশন-১৫
- সাজেশন-১৬
Bangla 2nd Paper SSC MCQ suggestion-18
১। (ঊনিবিংশ)-শব্দটি কোন ধরনের সংখ্যাবাচক শব্দ?
ক অঙ্ক
খ গণনা
গ তারিখ
ঘ পূরণ
উঃ পূরণ
২। হিন্দি নিয়মে সাধিত তারিখ বাচক শব্দ কোনটি?
ক দশই
খ তেসরা
গ তেইশে
ঘ একুশে
উঃ তেসরা
৩। দ্বিতীয় লোকটির ডাক-এ বাক্যে দ্বিতীয় কোন ধরনের সংখ্যা?
ক ক্রমবাচক
খ তারিখবাচক
গ অঙ্কবাচক
ঘ ক্রমবাচক
উঃ ক্রমবাচক
৪। একবিংশ কোন জাতীয় শব্দ??
ক অংক বা সংখ্যা বাচক
খ পূরণবাচক
গ তারিখবাচক
ঘ গণনাবাচক
উঃ পূরণবাচক
৫। সপ্তাহ কোন ধরনের শব্দ?
ক অঙ্কবাচক
খ পরিমাণবাচক
গ পূরনবাচক
ঘ তারিখবাচক
উঃ পরিমাণবাচক
৬। এক এককের চার ভাগের একভাগকে বলা হয় কী?
ক চৌথা
খ তেহাই
গ আধা
ঘ পৌনে
উঃ চৌথা
৭। নিচের কোনটি তারিখ বাচক শব্দ?
ক চার
খ দ্বাদশ
গ চৌদ্দ
ঘ একুশে
উঃ একুশে
৮। বাংলা ভাষার তারিখ বাচক শব্দগুলোতে প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত?
ক আরবি
খ ফারসি
গ হিন্দি
ঘ বাংলা
উঃ হিন্দি
৯। ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক পনেরই
খ ষোড়স
গ ১৮
ঘ ১৯
উঃ ষোড়স
১০। নিচের কোনটি তারিখ বাচক সংখ্যা?
ক প্রথম
খ পনের
গ এগার
ঘ পহেলা/দোসরা
উঃ পহেলা/দোসরা
১১। বাংলা ভাষার তারিখবাচক শব্দগুলোতে প্রথম চারটি কোন ভাষার নিয়মে সাধিত হয়?
ক হিন্দি
খ ইংরেজি
গ ফারসি
ঘ সংস্কৃত
উঃ হিন্দি
১২। দোসরা তারিখবাচক সংখ্যাটি কোন বিশেষ সাধিত হয়েছে?
ক হিন্দি নিয়মে
খ আরবি নিয়ম
গ ফারসি নিয়ম
ঘ উর্দু নিয়মে
উঃ হিন্দি নিয়মে
১৩। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার?
ক চার প্রকার
খ তিন প্রকার
গ ছয় প্রকার
ঘ দুই প্রকার
উঃ চার প্রকার
১৪। কোনটি ক্রম বা পূরণবাচক সংখ্যা?
ক পাঁচই
খ ছয়
গ সপ্তম/ নবম/ দ্বাদশ/পঞ্চদশ
ঘ আট
উঃ সপ্তম/ নবম/ দ্বাদশ/পঞ্চদশ
১৫। কোনো পূর্ণসংখ্যার পর অর্ধ যুক্ত থাকলে অধিকাংশ ক্ষেত্রে কী বলা হয়?
ক আড়াই
খ দেড়
গ সপাদ
ঘ সাড়ে
উঃ সাড়ে
১৬। নবম শব্দটি কোন ধরনের সংখ্যা বাচক শব্দ?
ক অংঙ্ক
খ গণনা
গ পূরণ
ঘ তারিখ
উঃ পূরণ
১৭। ষোল সংখ্যাটির ক্রমবাচক রূপ কোনটি?
ক ষষ্ঠী তম
খ ষোড়শ
গ ষোলাই
ঘ ১৬
উঃ ষোড়শ
১৮। একুশে ফেব্রুয়ারি এখানে তারিখবাচক শব্দটি কোন নিয়মে সাধিত হয়েছে?
ক হিন্দির
খ সংস্কৃতিতে
গ আরবিতে
ঘ বাংলায়
উঃ বাংলায়
১৯। ক্রমবাচক সংখ্যা কোনটি?
ক তিন
খ পনেরই
গ দ্বাদশ
ঘ দোসরা
উঃ দ্বাদশ
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
২০। নিচের কোনটি নূন্যতাজ্ঞাপক শঙ্খবাচক শব্দ?
ক তেহাই
খ সওয়া
গ দেড়
ঘ আড়াই
উঃ তেহাই
২১। তারিখজ্ঞাপক সংখ্যা কোনটি?
ক তিন
খ চৌঠা
গ পঞ্চ
ঘ ষষ্ঠ
উঃ চৌঠা
২২। নিচের কোনটি ক্রমবাচক সংখ্যা?
ক আট
খ অষ্টম
গ পনেরই
ঘ পহেলা
উঃ অষ্টম
২৩। দোসরা তারিখবাচক সংখ্যাটি কোন নিয়মে সাধিত হয়েছে?
ক ফারসি নিয়ম
খ আরবি নিয়মে
গ উর্দু নিয়ম
ঘ হিন্দি নিয়মে
উঃ হিন্দি নিয়মে
২৪। সংখ্যবাচক শব্দ কয় প্রকার?
ক তিন
খ চার
গ পাঁচ
ঘ ছয়
উঃ চার
২৫। তের এর ক্রমবাচক শব্দ কোনটি ?
ক ১৩
খ ত্রয়োদশ
গ তেরই
ঘ তের
উঃ ত্রয়োদশ
Bangla 2nd Paper SSC MCQ Suggestion-18 : আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC MCQ Suggestion-18 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।