বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা বিদ্রোহী । HSC -2025. আজকের আলোচনা হলো বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন সাহিত্য পাঠ বইয়ের কবিতা: বিদ্রোহী থেকে লিখেছেন কাজী নজরুল ইসলাম। প্রতিটি কবিতার জন্য পৃথক সাজেশন দেওয়া হয়েছে ওয়েবসাইটে। শর্ট সিলেবাসে পরীক্ষা হবে ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের। এই ব্লগ টি তাদের জন্যও এবং সম্পূর্ণ সিলেবাসের শিক্ষার্থীদের জন্যও এটি। তাই সকলেই এটি পড়তে পারবেন পরীক্ষার পূর্বে অনুশীলন হিসেবে। সকল বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে এই ব্লগটি বানানো হয়েছে আপনাদের একটু উপকারের সার্থে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান। ব্লগটির নিচে পিডিএফ এড করে দেওয়া হয়েছে অফলাইনেও পড়তে পারবেন পিডিএফ টি ডাউনলোড করলে। চলুন শুরু করি বিদ্রোহ কবিতার সৃজনশীল প্রশ্ন ও সাজেশন। নিচে সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো :
বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা(বিদ্রোহী) সৃজনশীল প্রশ্ন
১. যতোই চাও না কেন আমার কন্ঠ তুমি থামাতে পারবে না,
যতোই করবে রুদ্ধ ততোই দেখবে আমি ধ্বনি প্রতিধ্বনিময়।
আমার কনঠকে কেউ কোনোদিন থামাতে পারেনি
যেমন পারেনি কেউ কোনোকোলে ঠেকাতে অরুণোদয়,
চাও বা না চাও নৈঃশব্দ্যেও যদি কান পাতো
শুনবে আমারই কন্ঠ স্বর।
তথ্য সূত্রে : আমাট কন্ঠ কেউ থামাতে পারবে না –মহাদেব সাহা।
ক। ‘অগ্নিবীণা’ কাব্য গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
খ। ‘ যবে উৎপীড়িতের ক্রন্দন – রোল আকাশে বাতাসে ধ্বনিবে না’ একথা বলার কারণ কি?
গ। উদ্দীপকের সাথে ‘বিদ্রোহী’ কবিতার সাদৃশ্য পূর্ণ দিকটি ব্যাখ্যা কর।
ঘ। “ উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সমগ্র ভাব ধারণ করে না” মন্তব্য টি ব্যাখ্যা কর বা বিশ্লেষণ কর।
২. পিচ্চিরা এমনি ঘুরে বেড়ায়, কোথাও ৭/৮ জনের একটি গ্রুপ, কোথাও ৫/৬ জনের নেতৃত্বে ২০/২৫ জনের মিছিল। মিছিলে স্লোগান দিচ্ছে ‘ আইয়ুব শাহী’ মোনেম শাহী বিলীন হোক,ধ্বংস হোক’, আইয়ুব মোনেম ভাই ভাই—এক দড়িতে ফাঁসি চাই।’ আবার মাঝে মাঝে স্লোগান ভুলভাল হয়ে যায়। যেমন– আইয়ুব শাহী, তাইয়ুম শাহী – এর জবাবে বলছে, বৃথা যেতে দেবো না। কিংবা ‘ শহীদের রক্ত’ এর জবাবে বলছে ‘ আগুন জ্বালো আগুন জ্বালো ‘।
ক। ‘বিদ্রোহী’ কবিতাটির কবির অগ্নিবীণা কাব্যগ্রন্থের কততম কবিতা?
খ। আমি অর্ফিয়াসের বাঁশরী – কথাটি কবি কেন বলেছেন? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকের কোন দিকটি ‘বিদ্রোহী’ কবিতার সাথে সাদৃশ্য পূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ। উদ্দীপকটিতে ‘বিদ্রোহী’ কবিতার মূলভাবের পূর্ণ প্রতিফলন ঘটেছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৩. বিদ্রোহ আজ বিদ্রোহ চারদিকে,
আমি যাই তারি দিন – পঞ্জিকা লিখে,
এত বিদ্রোহ কখনো দেখে নি কেউ,
দিকে দিকে ওঠে অবাধ্যতার ঢেউ;
স্বপ্ন চূড়ার থেকে নেমে এসো সব –
শুনেছ? শুনছ উদ্দাম কলরব?
নয়া ইতিহাস লিখছে ধর্মঘট ;
রক্তে রক্তে আঁকা প্রচ্ছদ পট।
প্রত্যহ যারা ঘৃণিত ও পদানত,
দেখ আজ তারা সবেগে সমুদ্যত ;
ক। সুত অর্থ কী?
খ। “আমি বিদ্রোহী” আমি বিদ্রোহী – সুত বিশ্ব – বিধাত্রীর!” ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকটি কোন দিক থেকে ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে সাদৃশ্য পূর্ণ? আলোচনা কর।
ঘ। উদ্দীপকের ‘দিকে দিকে ওঠা অবাধ্যতার ঢেউ’ কি বিদ্রোহী কবিতার কবির বিদ্রোহ চেতনার সঙ্গে একসূত্রে গাঁথা? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
৪. আমরা প্রতি মুহূর্তে মৃত্যুর প্রতীক্ষা করতাম। সব সময় মনে হতো কেউ যেন দরজায় কড়া নাড়ছে। ঘুমের ভেতর চিৎকার করে উঠতাম কোনো কোনো রাত। বধ্যভূমির ধারে বেঁধে রাখা জীবজন্তুর অনুরূপ আমরা আতঙ্ককে জেনেছি নিত্যসঙ্গী বলে। এমন কোনো দিনের কথা মনে করতে পারি না, যেদিন হত্যা কিংবা ধর – পাকড়ের কোনো না কোনো খবর কানে আসত।
ক। নতশির অর্থ কি?
খ। বীরের শির চির-উন্নত কীভাবে? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিন থেকে বৈসাদৃশ্য পূর্ণ? ব্যাখ্যা কর।
ঘ। “ উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার একটি বিশেষ দিকের বৈপরীত্য লক্ষ করা যায়, সামগ্রিক বিষয়ের নয়।” মন্ত্যবটির যথার্থতা প্রমাণ কর।
৫. নারী তুমি বিদ্রোহ করো
সমাজের সভ্যতার গভীরে বিদ্রোহ করো।
অকুরণ পৃথিবীতে বহু যুগ কতো যুগ শুধু অশ্রু জলে
তুমি আর এ জীবন নিঃ শেষে দিও না—
জ্বলে ওঠে অশ্রুহীন কঠিন শপথে
পৃথিবীকে একবার পদাঘাত করো,
তুমি আজ একবার বিদ্রোহ করো।
ক। ‘ মহা- বিদ্রোহী রণ – ক্লান্ত’ এর পরের লাইন কী?
খ। কবি কখন শান্ত হবেন বলে জানিয়েছেন? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিকটি কে নির্দেশ করেছে ? ব্যাখ্যা কর।
ঘ। “আত্নীজাগরণের চেতনার দিক থেকে উদ্দীপকের মূলভাব “ বিদ্রোহী” কবিতার মূলভাবের সাথে একসূত্রে গাঁথা। — মন্তব্য টি যথার্থতা বিশ্লেষণ কর।
৬. রক্তে চোখের আগুন মেখে ঝলসে যাওয়া
আমার বছরগুলো
আজকে যখন হাতের মুঠোয়
কন্ঠ নালীর খুন পিয়াসী ছুরি,
কাজ কি তবে আগলে রেখে বুকের কাছে
কেউটে সাপের ঝাঁপি।
আমার হাতেই নিলাম আমার
নির্ভরতার চাবি;
তুমি আমার আকাশ থেকে
সরাও তোমার ছায়া
তুমি বাঙলা ছাড়ো।
ক। ‘বিদ্রোহী’ কবিতাটি কোন ছন্দে রচিত?
খ। ‘বিদ্রোহী’ কবিতাটি কবি ‘আমি’ শব্দটি ব্যবহার করেছেন কেন?
গ। উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিকটি কে নির্দেশ করেছে ? ব্যাখ্যা কর।
ঘ। “চেতনাগত মিল থাকলেও উদ্দীপকের মূলভাব এবং কবিতার মূলভাব সম্পূর্ণ এক নয়। আলোচনা কর।
৭. শত বছরের শত সংগ্রাম শেষে,
রবীন্দ্রনাথের মতে দৃপ্ত পায়ে হেঁটে
অতঃপর কবি এসে জনতার মঞ্ছে দাঁড়ালেন।
তখন পলকে দারুণ ঝলকে তরীতে উঠিল জল,
হৃদয়ে লাগিল দোলা,জনসমুদ্রে জাগিল জোয়ার
সকল দুয়ার খোলা। কে রোধে তাহার বজ্র কন্ঠ বাণী?
গণসূর্যের মঞ্ছ কাপিয়ে কবি শোনালেন তাঁর অমর কবিতাখানি:
‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
ক। ‘বিদ্রোহী’ কবিতাটি তে বেদুঈন কী?
খ। ‘বিদ্রোহী’ কবিতায় কবি কেমন শান্তি প্রত্যাশা করেছেন? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিকটি কে নির্দেশ করেছে ? ব্যাখ্যা কর।
ঘ। উদ্দীপকের মূলভাব এবং বিদ্রোহী কবিতার মূলভাব সম্পূর্ণ এক। আলোচনা কর।
৮. আমি সেই কবি যে তোমাকে ধ্বংসের শূণ্যতা থেকে পুনরারন্ডের দিকে নিয়ে যাবে।
আমি অনন্ত ক্রন্দনে নাম লিখে যাবো, যে-নাম মুছবে না আর।
যদিবা হৃদয়ে নাম লিখি, সে -নাম মুছবে না আর।
যদিবা হৃদয়ে নাম লিখি, সে নাম মৃত্যুর পর ধুয়ে যাবে।
যদি লিখি অন্তত – আলোকে, তবে মুছে যাবে কঠিন – আধাঁরে।
যদি বর্ণের বানানে লিখি ওই নাম – কাল তাকে নিয়ে যাবে
পার্থিব বিরহে কিছুদিন।
অনন্ত ক্রন্দন মানে ভালোবাসা। অনন্ত ক্রন্দন মানে সৃষ্টি বিন্দু।
ক। ‘বিদ্রোহী’ কবিতায় কিসের মহা-হুঙ্কারের কথা বলা হয়েছে?
খ। ‘বিদ্রোহী’ কবিতায় কবি বীরের শিরকে চির-উন্নত বলেছেন কেন? ব্যাখ্যা কর।
গ। উদ্দীপকটি ‘বিদ্রোহী’ কবিতার সঙ্গে কোন দিকটি কে নির্দেশ করেছে ? ব্যাখ্যা কর।
ঘ। উদ্দীপকে ‘বিদ্রোহী’ কবিতার একটি বিশেষ দিকের প্রতিফলন ঘটেছে, পুরো বিষয় নয়। মন্তব্য টির যথার্থ আলোচনা কর।
বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা বিদ্রোহী HSC -2025 পোস্টটির নিচের অংশে দেখতে পাবেন ANSWER SHEET একটি অপশন রয়েছে।
বাংলা প্রথম পত্র সৃজনশীল প্রশ্ন কবিতা (বিদ্রোহী) উপরে ৮ টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হলো। সৃজনশীল প্রশ্ন গুলো সেভ রাখার জন্য ANSWER SHEET ক্লিক করে PDF Download করে রাখুন।
সকল বিষয়ের সাজেশন পেতে ওয়েবসাইটে ফলো করুন। সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (ERIN) ধন্যবাদ।