Bangla 2nd Paper SSC MCQ suggestion-12 প্রিয় শিক্ষার্থীবৃন্দ এসএসসি ২০২৫ পরিক্ষার্থীদের জন্য বাংলা ২য় পত্র বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর সাজেশন দিওয়া হলো। আজকের সেশনে আলোচনা করা হবে : কারক বিভক্তি এই পার্ট নিয়ে ৫০ টি বহুনির্বাচনীয় প্রশ্ন ও উত্তর দেওয়া হলো। ২০২৫ শিক্ষার্থীদের জন্য বইয়ের প্রতিটি অধ্যায়ের সমাধান।
কারক শব্দের অর্থ যেকোনো কাজ বা ক্রিয়া সম্পাদন করে। বাক্য ও ক্রিয়া সম্পাদন করা কর্তা সুতরাং মনে হতে পারে কর্তাই কারণ কিন্তু ব্যাকরণের কারণ বলতে শুধু কর্তাকেই বুঝায় না কর্তা কি করেছে কার সাহায্য করেছে কোথায় করেছে অর্থাৎ ক্রিয়া সম্পাদনা অবলম্বন উদাহরণ হেতুস্থান ইত্যাদি সবকিছুই এক্ষেত্রে বিভাজ্য সম্পাদনা ক্রিয়ার সঙ্গে ওইসব ব্যক্তির স্থান কাল ইত্যাদির যে সম্পর্ক রয়েছে ব্যাকরণ কারক নামে পরিচিত।
বিভক্তি বাক্য নিশ্চিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় বা সম্পর্ক সৃষ্টির জন্য শব্দের সঙ্গে যে শব্দ বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে।
- সাজেশন -১
- সাজেশন -২
- সাজেশন-৩
- সাজেশন-৪
- সাজেশন-৫
- সাজেশন- ৬
- সাজেশন- ৭
- সাজেশন- ৮
- সাজেশন- ৯
- সাজেশন-১০
- সাজেশন-১১
Bangla 2nd Paper SSC 2025 MCQ suggestion-12
১। প্রিয়া সম্পোদনের যন্ত্র উপকরণ বা সহায়ক কে কোন কারক বলা হয়?
ক কর্তৃকারক
খ করণ কারক
গ কর্মকারক
ঘ অপদান কারক
উঃ করণ কারক
২। করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
ক এই কলমে কালি নেই
খ এই কলমের দাম বেশি
গ এই কলমে ভালোভাবে লেখা হচ্ছে না
ঘ এই কলমটি কাল থেকে খুঁজছি
উঃ এই কলমে ভালোভাবে লেখা হচ্ছে না
৩। শক্তি বিভক্তি কয় প্রকার?
ক সাত
খ আট
গ দুই
ঘ ছয়
উঃ সাত
৪। আমার যাওয়া হয় নি। (আমার) কোন কারকে কোন বিভক্তি ?
ক কর্তায় শূন্য
খ কর্মে শূন্য
গ কর্তায় ষষ্ঠী
ঘ কর্মে সৃষ্টি
উঃ কর্তায় ষষ্ঠী
৫। কোন বাক্যে সম্বন্ধ পদ আছে?
ক ফুলে ফুলে বাগান ভরেছে
খ আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে
গ সূর্যাস্তে চারদিক অন্ধকারে আবৃত হয়
ঘ তাকে গ্রামে যেতে হয়
উঃ আমাদের পাড়ার সুজিত কবিতা লেখে
৬। ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে গেলো (ঢাকা) এটা কোন কারকে শূন্য বিভক্তি?
ক কর্মে
খ কারণে
গ অধিকরণে
ঘ অপাদানে
উঃ অপাদানে
৭। ষষ্ঠী বিভক্তির চিহ্নগুলো কী কী?
ক কে,রে
খ র, এর
গ থেকে, হতে
ঘ তে, এতে
উঃ র, এর
৮।সোনার খাঁচায় বাধবো তোমায়–(সোনার খাঁচায়)এটা কোন কারকে কোন বিভক্তি?
ক কারণে সপ্তমী
খ অপাদানে সপ্তম
গ কর্ম সপ্তমী
ঘ অধিকারনে সপ্তমী
উঃ অধিকারনে সপ্তমী
৯। সম্বোধনেরপরে কোন চিহ্ন বসে?
ক কমা
খ দাড়ি
গ ইলেক
ঘ সেমিকোলন
উঃ কমা
১০। বাক্যে কোন পদের সাথে সম্পর্ক না থাকলে কারো হয় না?
ক সর্বনাম প
খ ক্রিয়া পদের
গ বিশেষ্য পদের
ঘ বিশেষণ পদের
উঃ ক্রিয়া পদের
১১। বনে বাঘ আছে ( বনে) এটা কোন কারকে বিরক্ত করা হয়েছে?
ক বৈশ্বিক অধিকরণ
খ অভি ব্যাপক অধিকরণ
গ ঐকদেশিক অধিকারন
ঘ ভাবাদীকরণ
উঃ ঐকদেশিক অধিকারন
১২। দেহে প্রাণ নেই (দেহে) এটি কোন কারকে বিভক্তি হয়েছে?
ক অধিকরণে সপ্তমী বিভক্তি
খ সম্প্রদানে সপ্তমী বিভক্তি
গ কর্তা সপ্তমী বিভক্তি
ঘ করনে সপ্তমী বিভক্তি
উঃ অধিকরণে সপ্তমী বিভক্তি
১৩। বাক্যের প্রতিটি শব্দের সাথে অন্যায় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলা হয়?
ক সমাস
খ কারক
গ বিভক্তি
ঘ সম্বন্ধ পদ
উঃ বিভক্তি
১৪। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
ক আমাদের সোনারা যুদ্ধের অপরাজয়
খ সর্ব শিষ্য জ্ঞান দেন গুরু মহাশয়
গ পরাজয় ডরে না বীর
ঘ শরতের ধরাতল শিশিরে ঝলমল
উঃ পরাজয় ডরে না বীর
১৫। ভাবাদি কারণে সব সময় কোন বিভক্তি যুক্ত হয়?
ক পঞ্চমী
খ ষষ্ঠমি
গ সপ্তমি
ঘ অষ্টমী
উঃ সপ্তমি
১৬। মনে পড়ে সেই জোস্টের দুপুরের পাঠশালা পলায়ন নিম্নের এক পথটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ?
ক করণে শূন্য
খ করণে ষষ্টি
গ অপাদানে শূন্য
ঘ কর্মে শূন্য
উঃ অপাদানে শূন্য
১৭। করণ কারকে সপ্তমী বিভক্তি কোনটি?
ক টাকায় কিনা হয়/ রিক্সায় এসে
খ নতুন ধান্য হবে নবান্ন
গ কাচের জিনিস সহজে ভেঙ্গে যায়
ঘ ছেলেরা বল খেলে
উঃ টাকায় কিনা হয়/ রিক্সায় এসে
১৮। কোন বাক্যে কর্ম কারকে সপ্তমী বিভক্তির চিহ্ন আছে?
ক লোকে বলে
খ এই কলমটিতে ভালো লেখা হয় না
গ এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন
ঘ ঘোরাতে চাবুক মারুক
উঃ এ অধীনে দায়িত্বভার অর্পণ করুন
১৯। ভাবে সপ্তমীর উদাহরণ কোনটি?
ক আমাদের সোনারা যুদ্ধে অপরাজয়
খ একদা রাতে ভানুর প্রভাতে ফুটিলো কমল কলি
গ চন্দ্রদয়ে কুমুদিনী বিকশিত হয়
ঘ প্রভাতে উঠিল রবি লোহিত গরম
উঃ প্রভাতে উঠিল রবি লোহিত গরম
২০। এক থালাতে খাব মোরা বাক্যের রেখাঙ্কৃত কোন কারকে কোন বিভক্তি?
ক অপদানে সপ্তমী
খ কর্মে প্রথমা
গ করণে সপ্তমী
ঘ অধিকরণে সপ্তমী
উঃ অপদানে সপ্তমী
২১। সম্বন্ধপদে কোন বিভক্তি যুক্ত হয়ে থাকে?
ক যে,বা,তে
খ এ ,বা, এতে
গ থেকে ,বা, চেয়ে
ঘ রা ,বা , এর
উঃ রা ,বা , এর
২২। আকাশে চাঁদ উঠেছে (আকাশ) কোন অধিকরণে?
ক অভিভাবক
খ বৈষয়িক
গ ঐক্য দেশিক
ঘ কালাদীকরণ
উঃ ঐক্য দেশিক
২৩। একবচন ও বহুবচন ভেদে বিভক্তিগুলোর কি ধরনের পার্থক্য দেখা যায়?
ক অকৃতগত
খ উচ্চারণগত
গ অর্থগত
ঘ অবস্থানগত
উঃ অকৃতগত
২৪। জিজ্ঞাসা বাদে জনে জনে এখানে (জনে জনে) কোন কারো কোন বিভক্তি
ক কারনে সপ্তমী
খ কর্মে সপ্তমী
গ অধিকরণে সপ্তমী
ঘ অপাদানে
উঃ কর্মে সপ্তমী
২৫। জমি থেকে ফসল পাই বাক্যটিতে কোন অর্থে অপাদান কারক ব্যবহৃত হয়েছে?
ক জাত
খ গৃহীত
গ বিচ্যুত
ঘ রক্ষিত
উঃ জাত
২৬। অধিকরণ কারক কত প্রকার?
ক দুই প্রকার
খ তিন প্রকার
গ চার প্রকার
ঘ পাঁচ প্রকার
উঃ তিন প্রকার
২৭। ভাবাদিকরণ সবসময় কোন বিভক্তে যুক্ত হয়?
ক পঞ্চমী
খ ষষ্ঠমি
গ সপ্তমী
ঘ ওপরের সবগুলো
উঃ সপ্তমী
২৮। ব্যক্তিবাচক কর্মকে কি বলে?
ক মুখ্য কর্ম
খ অপ্রদান কর্ম
গ গৌন কর্ম
ঘ বিদায় কর্ম
উঃ গৌন কর্ম
২৯। অপাদানে সম্বন্ধ কোনটি?
ক রাজার হুকুম
খ চোখের দেখা
গ সাপের ভয়
ঘ প্রভুর সেবা
উঃ সাপের ভয়
৩০। ব্যক্তি অর্থে সম্বন্ধ পদ কোনটি
ক রাজার রাজ্য
খ রোজার ছুটি
গ বাটির দুধ
ঘ দেশের লোক
উঃ রোজার ছুটি
৩১। সামিপ্য অর্থে কোনটি ঐক্যদেশিক অধিকরণে উদাহরণ?
ক রাজার দুয়ারে হাতি বাঁধা
খ আকাশে চাঁদ উঠেছে
গ কান্নায় চোখ মন্দি ভুত হয়
ঘ বনে বাঘ আছে
উঃ রাজার দুয়ারে হাতি বাঁধা
৩২। রাজায় রাজায় লড়াই উলুখা প্রাণান্ত কোন প্রকারের কর্তার উদাহরণ?
ক কর্মবাচ্যের কর্তা
খ ব্যতিহার কর্তা
গ কর্মকর্তীবাচ্যের কর্তা
ঘ ভাববাচ্যের কর্তা
উঃ ব্যতিহার কর্তা
৩৩। কোনটি অধিকরণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক ভরে মুরগি ডাকে
খ বাবা বাড়িতে নেই
গ সকালে সূর্য উঠে
ঘ তিনি ঢাকায় থাকেন
উঃ বাবা বাড়িতে নেই
৩৪। কোন বাক্যর কর্তা নিরপক্ষ?
ক তোমরা বাড়ি এলে আমি রহনা হব
খ আপনি চাকরি পেলে দেশে আসবেন
গ সূর্য অস্তিমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল
ঘ যত্ন করলে রত্ন মেলে
উঃ সূর্য অস্তিমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করল
৩৫। অপাদান কারকে সপ্তমী বিভক্তির ব্যবহার কোনটি?
ক সবুজ ঘাসে ছেয়ে গেছে
খ এই মেঘে বৃষ্টি হবে
গ পাখিতে বাসা বেধেছে
ঘ নদীতে অনেক ঢেউ
উঃ এই মেঘে বৃষ্টি হবে
৩৬। কোনটিতে উপাদান সম্বন্ধ বিদ্যমান?
ক রূপার থালা/ সোনার বাটি
খ লোহার শরীর
গ বাটির দুধ
ঘ গাছের ফল
উঃ রূপার থালা/ সোনার বাটি
৩৭। ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি যুক্ত হয়?
ক ষষ্ঠী ,দ্বিতীয়া
খ শুন্য, দ্বিতীয়া ,ষষ্ঠী
গ দ্বিতীয়া, তৃতীয়া ,শূন্য
ঘ শূন্য, তৃতীয়া, ষষ্ঠী
উঃ ষষ্ঠী ,দ্বিতীয়া
৩৮। একবচন ও বহুবচন বিভক্ত গুলির কি ধরনের পার্থক্য দেখা যায়?
ক উচ্চারণ
খ আকৃতিগত
গ অবস্থানগত
ঘ অর্থগত
উঃ আকৃতিগত
৩৯। করণ কারকে সপ্তমী বিভক্তির উদাহরণ কোনটি?
ক আকাশ মেঘে আচ্ছন্ন
খ ঠান্ডা জলে বাষ্প হয় না
গ মেয়েটির চুলে লাল ফিতা বাধা
ঘ দুঃখে যেন করতে পারি জয়
উঃ আকাশ মেঘে আচ্ছন্ন
৪০। বাক্যের প্রতিটি শব্দের সহিত অন্যয় সাধনের জন্য যে সকল বর্ণ যুক্ত হয় তাদেরকে কি বলা হয়?
ক সমাস
খ কারক
গ বিভক্তি
ঘ সম্বন্ধ পদ
উঃ বিভক্তি
৪১। কোন বাক্যে করণ কারকে শূন্য বিভক্তির উদাহরণ?
ক আমি স্কুলে যাব
খ রিমা মন দিয়ে পড়ো
গ তাড়াতাড়ি ডাক্তার ডাকো
ঘ সাপকে লাথি মার
উঃ সাপকে লাথি মার
৪২। পুকুরে মাছ আছে এখানে (পুকুরে) কোন অধিকরণ কারক
ক ঐক্যদেশেক অধিকরণ
খ বৈশ্বিক অধিকরণ
গ ভাবাদীকরন
ঘ অভিভাবক অধিকরণ
উঃ ঐক্যদেশেক অধিকরণ
৪৩। স্বামীপ্য অর্থে কোন অধিকরণ হয়্?
ক অভি ব্যাপক
খ বৈষয়িক
গ ঐকদেশিক
ঘ ভাবাদীকরণ
উঃ ঐকদেশিক
৪৪। বাবা বাড়িতে নেই নিম্নরেখ পদটি কোন কারকে কোন বিভক্তি?
ক কর্মে শূন্য
খ কর্তায় শূন্য
গ অধিকরণে শূন্য
ঘ অপাদানে দ্বিতীয়
উঃ অধিকরণে শূন্য
৪৫।বিভক্তির ব্যাকরণের নিয়ম অনুসারণে কারক ব্যবহার করেন ?
ক চতুর্থ
খ পঞ্চমী
গ ষষ্ঠী
ঘ সপ্তম
উঃ ষষ্ঠী
৪৬। বিভক্তিচিহ্ন স্পষ্ট না হলে সেখানে কোন বিভক্তি হয়?
ক প্রথম বিভক্তি
খ শূন্য বিভক্তি
গ ষষ্ঠী বিভক্তি
ঘ সপ্তমী বিভক্তি
উঃ শূন্য বিভক্তি
৪৭। অধিকরণ কারকে দ্বিতীয় বিভক্তির উদাহরণ কোনটি?
ক সব জিনুকে মক্কা নেই
খ আজকে তোমায় দেখতে এলাম
গ কূলে একা বসে আছি
ঘ ভবনে গগনে মেঘ ঘন বর্ষা
উঃ আজকে তোমায় দেখতে এলাম
৪৮। আমার গানের মালা আমি করব কারে দান নিম্ন রেখা শব্দটির কারক ও বিভক্তি কোনটি ?
ক কর্মে দ্বিতীয়া
খ করনে সপ্তমী
গ কর্তায় সপ্তমী
ঘ অপাদানে সপ্তমী
উঃ কর্মে দ্বিতীয়া
৪৯। সম্বন্ধ পদে কোন বিভক্তি যুক্ত হয়?
ক কে/রে
খ শুন্য/প্রথমা
গ র /এর
ঘ এ /তে
উঃ র /এর
৫০। নীল আকাশের নিচে রাস্তায় চল একা নিম্নরেখ শব্দটিতে কারক ও বিভক্তি কোনটি?
ক কর্মে শূন্য
খ করণে শূন্য
গ অপাদানে শূন্য
ঘ সম্প্রদানে শূন্য
উঃ করণে শূন্য
Bangla 2nd Paper SSC MCQ suggestion-12 :আজকের সেশন ছিল এসএসসি শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ ব্লগ। Bangla 2nd Paper SSC MCQ suggestion-12 বহুনির্বাচনী প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ কিছু সাজেশন দেওয়া হলো।
বাংলা ২য় পত্র সাজেশন SSC 2025 MCQ গুলো অফলাইনে পড়ার জন্য পোস্টের নিচেই ক্লিক করুন ANSWER SHEET। তাহলেই ডাউনলোড হয়ে যাবে PDF ।
সকল বিষয়ের নির্দেশিকা পেতে ওয়েবসাইটে চোখ রাখুন। পিডিএফ ফাইল ডাউনলোড করতে কোনো সমস্যা হলে আমাদের অফিসিয়াল ফেইসবুক পেজ ইনবক্স করুন।
প্রিয় শিক্ষার্থিরা অন্যান্য সকল বিষয়ের সাজেশন পেতে আমাদের YOUTUBE চ্যানেল দ্রুত Subscribe করো।
ইতিমধ্যে সকল বিষয় নিয়ে সাজেশন দেওয়া হয়েছে। আরো নতুন কিছু আপডেট পেতে চোখ রাখুন (erin)। ধন্যবাদ।